Polity important questions | Top 1000 Polity gk in Bengali Part 25 |
1 নিম্নলিখিত কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষর করতে বাধ্য থাকবেন ?
[A] যে কোনো বিল
[B] অর্থবিল
[C] অর্থবিল বাদে যে কোনো বিল
[D] সংবিধান সংশোধন-সংক্রান্ত বিল
ANS :
2 রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন ?
[A] নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
[B] লোকসভার স্পিকারের সাথে আলোচনা করে
[C] প্রধানমন্ত্রীর সুপারিশে
[D] উপরোক্ত সবকটি ক্ষেত্রে
ANS :
3 কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয় ?
[A] সরণ সিং কমিটি
[B] অশোক মেহেতা কমিটি
[C] সরকারিয়া কমিশন
[D] বলরাম জাখর কমিটি
ANS :
4 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় ?
[A] ৩৪
[B] ৩৬
[C] ৩৭
[D] ৩৯
ANS :
5 পাঞ্জাব ও হরিয়ানার আলাদা রাজ্যের স্বীকৃতির সাথে কোন কমিশন যুক্ত ?
[A] ধর কমিশন
[B] দাস কমিশন
[C] শাহ কমিশন
[D] রাধা কৃষ্ণান কমিশন
ANS :
6 ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় কতগুলি আইটেম রয়েছে ?
[A] ৬৬
[B] ৬১
[C] ৫২
[D] ১০০
ANS :
7 প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
[A] ১৯৪৯
[B] ১৯৫১
[C] ১৯৫৫
[D] ১৯৬০
ANS :
8 প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
[A] ১৯৪৯
[B] ১৯৫১
[C] ১৯৫৫
[D] ১৯৬০
ANS :
9 কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়?
[A] একই কাজের জন্য একই প্রারিশ্রমিক
[B] সাম্যের অধিকার
[C] ধর্মের অধিকার
[D] আইনের চোখে সবাই সমান
ANS :
10 নিম্নে বর্ণিত মামলাগুলোর মধ্যে কোন মামলায় সুপ্রিমকোর্টের রায়ে কোনো রাজ্যে সংবিধানের ৩৫৬ নং দ্বারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে ?
[A] এ. কে. গোপালন বনাম ভারত সরকার
[B] এস. আর. বোম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক সরকার
[C] কাবেরী জলবণ্টন সম্পর্কিত দুই দক্ষিণী রাজ্যের মামলা
[D] কোনোটিই নয়
ANS :