For all the competitive examination History plays an important role as the questions from this subject are frequently asked. So, Practice all these Multiple Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
TOP Indian History [ WBCS , SLST ] MCQ question and answer in bengali part 45 |
1 || নিচের কে প্রথম শুদ্রদের একটি কৃষিকাজ রত শ্রেণী বলে অভিহিত করেছিলেন ?
[A] মানু
[B] ফা হিয়েন
[C] নারদ
[D] হিউ এন সাং
ANS :
হিউ এন সাং
2 || পল্লব যুগে কোন স্থাপত্য রীতি বিশেষ জনপ্রিয় তা অর্জন করে ?
[A] মহামল্ল রীতি
[B] এক সিলা রীতি
[C] মহেন্দ্র শিল্প রীতি
[D] দ্রাবিড় শিল্প রীতি
ANS :
মহামল্ল রীতি
3 || নিচের কোন মৌর্য সম্রাট প্রথম মনুমেন্ট তৈরীর কাজে পাথরের ব্যবহার শুরু করেন ?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] বৃহদ্রথ
[C] অশোক
[D] বিন্দুসার
ANS :
অশোক
4 || নিচের কোন উপনিষদে আত্মার জন্মান্তরবাদ সম্বন্ধে বিস্তারিত আলোচনার প্রথম সার্বিক উপস্থাপনা লক্ষ্য করা যায় ?
[A] ছান্দোগ্য উপনিষদ
[B] বৃহদারণ্যক উপনিষদ
[C] মুণ্ডক উপনিষদ
[D] কেন উপনিষদ
ANS :
বৃহদারণ্যক উপনিষদ
5 || কোন পাল রাজা বিক্রম শীল দেব নামে পরিচিত ছিলেন ?
[A] দেবপাল
[B] প্রথম মহিপাল
[C] দ্বিতীয় মহিপাল
[D] ধর্মপাল
ANS :
ধর্মপাল
6 || সাতবাহন পর্বে কাতন্ত্র গ্রন্থ রচনা করেছিলেন কে ?
[A] সর্বধর্মা
[B] কলহন
[C] বিশাখদত্ত
[D] কালিদাস
ANS :
সর্বধর্মা
7 || নিচের কোন ফসলটি চাষের অস্তিত্ব সমগ্র হরপ্পা সভ্যতায় পাওয়া যায় না ?
[A] বার্লি
[B] চাল
[C] আখ
[D] ডাল
ANS :
আখ
8 || কলিকাল বাল্মিকী হিসাবে নিজেকে অভিহিত করেছিলেন নিচের কোন সভাকবি ?
[A] সন্ধ্যাকর নন্দী
[B] গৌড় অভিনন্দন
[C] বানভট্ট
[D] নীতিবর্মা
ANS :
সন্ধ্যাকর নন্দী
9 || নিচের কোন নদীর দ্বারা অবন্তী নামক ষোড়শ মহাজনপদ ভুক্ত রাজ্যটি উত্তর ও দক্ষিণ এই দুই অংশে বিভক্ত ছিল ?
[A] গঙ্গা
[B] ইরাবতী
[C] শতদ্রু
[D] বেত্রবতী
ANS :
বেত্রবতী
10 || জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্কর এর নাম হলো ?
[A] পদ্মাবতী
[B] মল্লিনাথ
[C] মল্লিকা
[D] মল্লি
ANS :
মল্লি