For all the competitive examination History plays an important role as the questions from this subject are frequently asked. So, Practice all these Multiple
Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
TOP 1500+ History Mock Test in Bengali || KORMOZOG |
1 || সুলতানি রাজত্বে নিচের কোন রাজবংশের রাজত্বকালে ভারতীয় মুসলিমরা প্রশাসনিক ক্ষমতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে ?
[A] খলজী
[B] ইলবারি
[C] তুঘলক
[D] সৈয়দ
ANS :
খলজী
2 || কোন বাহমনী শাসক তার রাজধানী গুলবর্গা থেকে বিদার তে স্থানান্তরিত করেন ?
[A] আহমদ শাহওয়ালী
[B] দ্বিতীয় আলাউদ্দিন
[C] তৃতীয় মুহাম্মদ
[D] প্রথম মোঃ শাহ
ANS :
আহমদ শাহওয়ালী
3 || নিচের কোন ইংলিশ জাহাজটি প্রথম ভারতে আসে ?
[A] রেড ড্রাগন
[B] মে ফ্লাওয়ার
[C] বেঙ্গল
[D] এলিজাবেথ
ANS :
রেড ড্রাগন
4 || খালিমপুর লিপি রচয়িতা হলেন ?
[A] দেবরায়
[B] দেবপাল
[C] ধর্মপাল
[D] শশাঙ্ক
ANS :
ধর্মপাল
5 || ইতিহাসখ্যাত ময়ূর সিংহাসন নিচের কোন মুঘল প্রসাদে রক্ষিত ছিল ?
[A] দিল্লির দেওয়ান-ই-খাস প্রাসাদে
[B] ফতেপুর সিক্রির দেওয়ান-ই-খাস প্রাসাদে
[C] দিল্লির রংমহলে
[D] আগ্রা দুর্গ
ANS :
দিল্লির দেওয়ান-ই-খাস প্রাসাদে
6 || শক রাজা সম্পর্কিত লিপি হল ?
[A] সম্পট লিপি
[B] গোয়ালীয়র লিপি
[C] জুনাগড় লিপি
[D] তান্জর লিপি
ANS :
জুনাগড় লিপি
7 || এরান শিলালিপি [ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কিত ] এর রচয়িতা কে ?
[A] বিরসেন
[B] রবি কীর্তি
[C] হরিসেন
[D] পুলোকেসী
ANS :
বিরসেন
8 || বিজয় সেন সম্পর্কিত তথ্য বর্ণনা আছে কোন লিপিতে বা প্রশস্তি তে ?
[A] দেওপাড়া প্রশস্তি
[B] সম্পট লিপি
[C] এলাহাবাদ প্রশস্তি
[D] তান্জর লিপি
ANS :
দেওপাড়া প্রশস্তি
9 || কোন বাণিজ্যিক বন্দরটি পশ্চিম ভারতে অবস্থিত ছিল না ?
[A] মোটুপাল্লী
[B] সোপরা
[C] বারিগাজা
[D] কল্যান
ANS :
মোটুপাল্লী
10 || জুনাগড় লিপির রচয়িতা হলেন ?
[A] দেবপাল
[B] খারবেল
[C] উমাপতি ধর
[D] রুদ্রদামন
ANS :
রুদ্রদামন