wbcs,psc history questions and answers in bengali Part 34 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর |
1 || কনিস্কের শাসনকালে বৌদ্ধ সঙ্গীতির অধিবেসনে কে সভাপতিত্ব করেন ?
[A] অশ্বঘোষ
[B] সংঘরক্ষা
[C] বসুমিত্র
[D] নাগসেন
ANS :
বসুমিত্র
2 || মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্র নগর পরিচালনার জন্য কত জনের কমিটি ছিল ?
[A] 20 জন
[B] 30 জন
[C] 40 জন
[D] 50 জন
ANS :
30 জন
3 || কৌটিল্য এর অর্থ শাস্ত্র এর পান্ডু লিপির কে প্রথম আবিস্কার ও পাঠ উদ্ধার করেন ?
[A] বি কে থাপার
[B] কে এন শাস্ত্রী
[C] জেমস ওয়ার্টসন
[D] আর শ্যাম শাস্ত্রী
ANS :
আর শ্যাম শাস্ত্রী
4 || পতঞ্জলি নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন ?
[A] পুস্যমিত্র শুঙ্গ
[B] অশোক
[C] বুধ গুপ্ত
[D] চন্দ্র গুপ্ত মৌর্য
ANS :
পুস্যমিত্র শুঙ্গ
5 || বিষ্ণুর অনন্তশয়ান মূর্তি প্রাচীন কালের কোন গুহা মন্দিরে খোদিত আছে ?
[A] ইলোরা
[B] ভুবনেশ্বর এর কাছে হাতিগুম্ফা
[C] বিদিশার কাছে উদয়গিরি
[D] মুম্বাই এর কাছে এলিফ্যান্টা
ANS :
বিদিশার কাছে উদয়গিরি
6 || দামোদর পুর তাম্র ফলকে কার শাসন তান্ত্রিক নির্দেশ বলি খোদিত ছিল ?
[A] স্কন্দগুপ্ত
[B] সমুদ্রগুপ্ত
[C] রামগুপ্ত
[D] প্রথম কুমার গুপ্ত
ANS :
প্রথম কুমার গুপ্ত
7 || নিচের স্থান গুলির মধ্যে কোথায় সূর্য মন্দির আছে ?
[A] অন্ধের শ্রী সৈলম
[B] রাজস্থানের শিকার
[C] কর্ণাটকের হ্যালেবিদ
[D] গুজরাটের মধেরা
ANS :
গুজরাটের মধেরা
8 || হাজী মওলা নিচের কোন সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন ?
[A] কুতুবুদ্দিন আইবক
[B] আলাউদ্দিন খলজী
[C] বলবন
[D] ইলতুতমিস
ANS :
আলাউদ্দিন খলজী
9 || দিল্লির সুলতান বহুলুল লোদী ১৪৮৪ খিস্টাব্দে কোন রাজ্যটি অধিকার করেন ?
[A] কাশ্মীর
[B] নেপাল
[C] গুজরাট
[D] জৌনপুর
ANS :
জৌনপুর
10 || আলা উদ্দিন খলজী শস্যবাজার নিয়ন্ত্রনের ভার কার উপর প্রদান করেন ?
[A] গাজী মালিক
[B] আলপ খান
[C] মালিক কাবুল
[D] খিজির খান
ANS :
আলপ খান