History ইতিহাস || হিস্ট্রি MCQ in Bengali for competitive exams,like wbcs,rail ... আজ আপনাদের জন্য থাকলো ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস প্রশ্ন ও উত্তর || History Bengali MOCK TEST for Wbcs,Wbssc,Rail,Psc
History || ইতিহাস || হিস্ট্রি MCQ for WBCS PSC SLST in bengali Part 35 |
1 || প্রথম কোন দেশে কৃত্তিম উপায় নীলের উত্পাদন শুরু করে ?
[A] জাপান
[B] ইতালি
[C] ফ্রান্স
[D] জার্মানি
ANS :
জার্মানি
2 || কোল বিদ্রোহের নেতা করা ছিলেন ?
[A] বুদ্ধ ভগৎ ও জোয়া ভগৎ
[B] দুধু মিঞা ও মীর উল্লাহ
[C] সিধু ও কানহু
[D] তিতুমীর ও মীর উল্লাহ
ANS :
বুদ্ধ ভগৎ ও জোয়া ভগৎ
3 || ভারতে নীল্ চাষের গুরুত্ব কমে যায় কোন সাল থেকে ?
[A] ১৮৯১
[B] ১৮৯২
[C] ১৮৯৩
[D] ১৮৯৪
ANS :
১৮৯১
4 || ভারতে ওয়াহাবী আন্দোলনের সূচনা কে করেন ?
[A] বর্মানিক
[B] শাহ ওয়ালীউল্লাহ
[C] বাবা সাহেব দেশমুখ
[D] সৈয়দ আহমেদ
ANS :
সৈয়দ আহমেদ
5 || দামান - ই - কোহ কাদের অঞ্চল ছিল ?
[A] কোল
[B] সন্যাসী-ফকির
[C] মারাঠি
[D] সাঁওতাল
ANS :
সাঁওতাল
6 || ফরাজী আন্দোলনের নেতা কে ?
[A] তিতুমীর
[B] আহমেদ খান
[C] ভগত সিং
[D] দুধু মিঞা
ANS :
দুধু মিঞা
7 || বাঁশের কেল্লা কোথায় তৈরী হয় ?
[A] মেদিনীপুরে
[B] বারাসাতের নারকেল বেরিয়াতে
[C] বাংলাদেশের ফরিদপুরের
[D] সাঁওতাল পরগনাতে
ANS :
বারাসাতের নারকেল বেরিয়াতে
8 || কোন গভর্নর জেনারেলের সময় সাঁওতাল বিদ্রোহ দমন করা হয় ?
[A] আমহার্স্ট
[B] বেন্টিং
[C] ওয়েলেসলী
[D] ডালহৌসী
ANS :
ডালহৌসী
9 || " ওয়াহাবী " কথার অর্থ কি ?
[A] কুসংস্কার দূরীকরণ
[B] নবজাগরণ
[C] চেতনার উন্মোচন
[D] চেতনার বিকাশ
ANS :
নবজাগরণ
10 || নীল্ দর্পণ নাটক টি প্রথম ইংরাজিতে কে অনুবাদ করেন ?
[A] দীনবন্ধু মিত্র
[B] মধুসূদন দত্ত
[C] রেভারেন্ড লঙ
[D] হরিশ চন্দ্র মুখার্জী
ANS :
রেভারেন্ড লঙ