wbcs,psc history questions and answers in bengali Part 33 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর |
1 || বিশ্ব ইতিহাসের একটি প্রধান ঘটনা ছিল " বার্লিন প্রাচীরের পতন " এটি কবে হয় ?
[A] ১৯৮৯ সালের ৭ নভেম্বর
[B] ১৯৮৯ সালের ৮ নভেম্বর
[C] ১৯৮৯ সালের 9 নভেম্বর
[D] ১৯৮৯ সালের ১০ নভেম্বর
ANS :
১৯৮৯ সালের 9 নভেম্বর
2 || স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন ?
[A] মাওলানা আবুল কালাম আজাদ
[B] গান্ধীজি
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] লাল বাহাদুর শাস্ত্রী
ANS :
মাওলানা আবুল কালাম আজাদ
3 || ভারতে প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয় ?
[A] 10 নভেম্বর
[B] 11 নভেম্বর
[C] 12 নভেম্বর
[D] 13 নভেম্বর
ANS :
11 নভেম্বর
4 || কার জন্মবার্ষিকী স্মরণে " জাতীয় শিক্ষা দিবস " পালিত হয় ?
[A] মাওলানা আবুল কালাম আজাদ
[B] ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] লাল বাহাদুর শাস্ত্রী
ANS :
মাওলানা আবুল কালাম আজাদ
5 || রাম জন্মভূমি নামে বিখ্যাত স্থান অযোধ্যা বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] ঝাড়খন্ড
[B] উত্তরপ্রদেশ
[C] গুজরাট
[D] হরিয়ানা
ANS :
উত্তরপ্রদেশ
6 || কে মনু চরিত রচনা করেন ?
[A] নন্দী তিমান্না
[B] কৃষ্ণদেব রায়
[C] ভট্টমূর্তি
[D] আল্লাসানি
ANS :
আল্লাসানি পেদ্দানা
7 || বিজয় নগরের রাজধানী হাম্পি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] কৃষ্ণা
[B] তুঙ্গভদ্রা
[C] গোদাবরী
[D] পম্পা
ANS :
তুঙ্গভদ্রা
8 || ভারতের উপনিবেশে দ্বিতীয় পর্তুগিজ গভর্নর কে ছিলেন ?
[A] ভাস্কো ডা গামা
[B] ফ্রান্সিস্ক ডি আলমেইদা
[C] ফ্রান্সিস্ক জেভিয়ার
[D] আলফানসো ডি আলবুকার্ক
ANS :
আলফানসো ডি আলবুকার্ক
9 || সংস্কৃতে বেদান্ত সূত্রের ভাষ্য কোন ভক্তি বাদী শাসক রচনা করেন ?
[A] লালেস্বরী
[B] রামানন্দ
[C] বল্লভাচার্য
[D] তুলসীদাস
ANS :
বল্লভাচার্য
10 || ঔরাঙ্গজেবের কাছে আসার আগে মীরজুমলা কার অধীনে কর্মরত ছিলেন ?
[A] বিজাপুরের আদিল শাহ
[B] যোধপুরের যশবন্ত সিং
[C] বিজাপুরের নিজাম উল মূলক
[D] গোলকোন্ডার আবদুল্লা কুতুব শাহ
ANS :
গোলকোন্ডার আবদুল্লা কুতুব শাহ