Biology MCQ Question And Answer Part 16 || জীববিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 16 |
1 || ECG এর আবিস্কর্তা কে ? |
[A] রুস্কা [B] জজিয়ন [C] উইলহেলম ইনথভেন [D] স্টিফেন হেলস |
ANS :
উইলহেলম ইনথভেন
|
2 || কোন সরীসৃপ এর চার প্রকোষ্ঠ যুক্ত হৃতপিন্ড আছে ? |
[A] কুমির [B] অজগর [C] অ্যানাকোন্ডা [D] কচ্ছপ |
ANS :
কুমির
|
3 || নিচের কোন প্রাণী গমনে অক্ষম ? |
[A] কেঁচ [B] হাইড্রা [C] ফিতাকৃমি [D] স্পঞ্জ |
ANS :
হাইড্রা
|
4 || পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে টা হলো ? |
[A] লাইফস্ফিয়ার [B] লিথস্ফিয়ার [C] হাইড্রস্ফিয়ার [D] বায়োস্ফিয়ার |
ANS :
বায়োস্ফিয়ার
|
5 || শুক্রানুর ডিম্বানুর দিকে চলন কে কি বলে ? |
[A] কেমোট্যাক্সিস [B] হাইড্রট্রপিজম [C] হেলিডট্রপিজম [D] হাইড্রট্যাক্সিস |
ANS :
কেমোট্যাক্সিস
|
6 || কিসের অভাবে মানুসের ডিহাইড্রেসান হয় ? |
[A] নুন [B] জল [C] ভিটামিন [D] হরমন |
ANS :
জল
|
7 || শস্যতে DDT স্প্রে করলে দুষিত হয় ? |
[A] মাটি ,জল [B] বাতাস [C] বাতাস , মাটি ,জল [D] বাতাস , মাটি |
ANS :
বাতাস , মাটি ,জল
|
8 || গাছের সবুজ অংশ আলোর উপস্থিতিতে যে জৈববস্তু সংশ্লেষ করে তাকে বলা হয় ? |
[A] ফারমেন্টশন [B] অক্সিডেশান [C] ফটোসিনথেসিস [D] ফসপোরীলেসান |
ANS :
ফটোসিনথেসিস
|
9 || নিচের কোন প্রাণীর দেহে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ? |
[A] মানুষ [B] আরশোলা [C] কেঁচ [D] ব্যাং |
ANS :
আরশোলা
|
10 || AIDS রোগের ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধি ব্যাহত করে ? |
[A] রক্তের টি কোষ [B] হিমোগ্লোবিন [C] লোহিত রক্ত কনিকা [D] ধুসর কোষ |
ANS : হিমোগ্লোবিন |