| History MCQ Question And Answer Part 22 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 22 |
| 1 || ইংরেজ শাসকরা কাকে ভারতীয় বিশৃঙ্খলার নেতা বলেন ? |
[A] গোপাল কৃষ্ণ গোখলে [B] বাল গঙ্গাধর তিলক [C] নেতাজি সুভাস চন্দ্র বোস [D] গান্ধীজি |
| ANS :
বাল গঙ্গাধর তিলক
|
| 2 || কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন ? |
[A] ইন্দো গ্রিক [B] কুসান [C] মৌর্য [D] গুপ্ত |
| ANS :
ইন্দো গ্রিক
|
| 3 || মিরাট ষড়যন্ত্র মামলা কিসের বিরুদ্ধে হয় ? |
[A] সত্যাগ্রহি [B] শ্রমিক আন্দোলন [C] সন্ত্রাসবাদী [D] ইউরোপীয় ক্লাব আক্রমনকারী |
| ANS :
শ্রমিক আন্দোলন
|
| 4 || ত্রিরত্নের উপর জোর দিতেন ? |
[A] গৌরপদ [B] মনু [C] মহাবীর [D] বৌধদেব |
| ANS :
মনু
|
| 5 || অজন্তা গুহা চিত্রে কোন ঘটনা বলি বর্ণিত হয়েছে ? |
[A] রামায়ন [B] মহাভারত [C] উপনিসদ [D] জাতক |
| ANS :
জাতক
|
| 6 || বারবার গুহা আশ্রয় হিসাবে ব্যবহার করতেন ? |
[A] আজীবিক [B] থার|ম [C] তান্ত্রিকগণ [D] জৈন |
| ANS :
আজীবিক
|
| 7 || উত্তরমেরু লেখ থেকে কোন শাসক সম্পর্কে জানা যায় ? |
[A] বিজয়ালয় [B] দ্বিতীয় নাগভট্ট [C] পুস্যমিত্র সুন্গ্য [D] প্রথম পরান্তক |
| ANS :
প্রথম পরান্তক
|
| 8 || শের শাহ কোন যুদ্ধতে হুমায়ুন কে পরাজিত করেন ? |
[A] তালিকোটা [B] পানিপথ [C] চৌসা [D] হলদিঘাট |
| ANS :
চৌসা
|
| 9 || নিচের কোনটি হরপ্পা সমাজ ও ঋক বৈদিক সমাজে বর্তমান ছিল ? |
[A] লোহার যন্ত্রপাতি [B] মাতৃপূজা [C] ঘোড়া [D] নগরকেন্দ্র |
| ANS :
ঘোড়া
|
| 10 || ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা শহিদ কে ? |
[A] মাতঙ্গিনী হাজরা [B] প্রীতিলতা ওয়াদ্দেদর [C] সরলা দেবী [D] সরোজিনী নাইরু |
| ANS : মাতঙ্গিনী হাজরা |