History MCQ Question And Answer Part 24 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 24 |
1 || কংগ্রেস এর কোন অধিবেসনে চরম ও নরম পন্থীর বিভাজন ঘটে ? |
[A] বম্বে [B] সুরাট [C] কলকাতা [D] বিহার |
ANS :
সুরাট
|
2 || " কসাই কাজী " কাকে বলা হত ? |
[A] লর্ড হার্ডিঞ্জ [B] লর্ড হেস্টিং [C] লর্ড কার্জন [D] কিংসফোর্ড |
ANS :
লর্ড হার্ডিঞ্জ
|
3 || ভারতের শ্রমিক শ্রেনীর প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ? |
[A] গির্নি কামগার ইউনিয়ন [B] ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন [C] নিখিল ভারত মজদুর দল [D] নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস |
ANS :
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
|
4 || প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় ? |
[A] ফুলেস্বর [B] টিটাগড় [C] ফুলিয়া [D] হালিশহর |
ANS :
টিটাগড়
|
5 || ' নিউ ইন্ডিয়া ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? |
[A] লালা হরদয়াল [B] রাসবিহারী বোস [C] লালা লাজপত রায় [D] অ্যানি বেসান্ত |
ANS :
অ্যানি বেসান্ত
|
6 || কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ? |
[A] ১৮৩৫ সালে [B] ১৭২৩ সালে [C] ১৯১৪সালে [D] ১৯১৫ সালে |
ANS :
১৮৩৫ সালে
|
7 || চাপেকার ভাতৃদ্বয় প্রতিষ্ঠিত সংঘ কোনটি ? |
[A] মিত্র মেলা [B] অনুশীলন সমিতি [C] ভারত দর্সন [D] হিন্দু ধর্মের অন্তরায় বিনাস সংঘ |
ANS :
হিন্দু ধর্মের অন্তরায় বিনাস সংঘ
|
8 || বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন ? |
[A] জগদীস চন্দ্র বসু [B] অরবিন্দ ভট্টাচার্য [C] প্রফুল্ল চন্দ্র রায় [D] জগদীস চন্দ্র রায় |
ANS :
প্রফুল্ল চন্দ্র রায়
|
9 || হিন্দু মেলার প্রবর্তন কে করেন ? |
[A] নেতাজি সুভাস চন্দ্র বসু [B] রাসবিহারী বোস [C] রাজ নারায়ণ বসু [D] রবীন্দ্র নাথ ঠাকুর |
ANS :
রাজ নারায়ণ বসু
|
10 || বম্কিম চন্দ্র কোন সালে আনন্দমঠ রচনা করেন ? |
[A] ১৯৫৭ সালে [B] ১৭২৩ সালে [C] ১৮৮২ সালে [D] ১৯১৫ সালে |
ANS : ১৮৮২ সালে |