GK Questions & Answers on Indian History Part 25 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 25 |
1 || হিউ এন সাং কার কাছে শিক্ষা লাভ করেন ? |
[A] অতিস দীপঙ্কর [B] জয় সেন [C] শীলভদ্র [D] জয় বল্লভ |
ANS :
শীলভদ্র
|
2 || সংবিধানের কোন অংশে " কল্যানকর রাষ্ট্রের " ধারণা মূর্ত হয়েছে ? |
[A] মৌলিক অধিকার [B] প্রস্তাবনা [C] মৌলিক কর্তব্য [D] নির্দেশমূলক নীতি |
ANS :
নির্দেশমূলক নীতি
|
3 || কত সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশ টি ভারতীয় সংবিধানে যুক্ত হয় ? |
[A] 1976 সালে [B] 1956 সালে [C] 1968 সালে [D] 1986 সালে |
ANS :
1976 সালে
|
4 || তালিকোটার যুদ্ধ হয় ? |
[A] 1565 খিস্টাব্দে [B] 1566 খিস্টাব্দে [C] 1567 খিস্টাব্দে [D] 1568 খিস্টাব্দে |
ANS :
1565 খিস্টাব্দে
|
5 || কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ? |
[A] 1869 সালে [B] 1885 সালে [C] 1876 সালে [D] 1889 সালে |
ANS :
1876 সালে
|
6 || ধৌয়ী কোন রাজার সভা কবি ছিলেন ? |
[A] গোপাল [B] শসাঙ্ক [C] ধর্ম পাল [D] লক্ষণ সেন |
ANS :
লক্ষণ সেন
|
7 || প্রথম বিদেশি হিসাবে ভারত রত্ন খেতাব পান কে ? |
[A] নেলসন ম্যান্ডেলা [B] মাও সে তুং [C] ত্রিগবে লি [D] আবদুল গফফর খান |
ANS :
আবদুল গফফর খান
|
8 || শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ? |
[A] জয় সিং [B] মান সিং [C] ব্রহ্মজীত গৌর [D] শায়েস্তা খাঁ |
ANS :
ব্রহ্মজীত গৌর
|
9 || অমৃত বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন ? |
[A] সুরেন্দ্র নাথ ঘোষ [B] সিসির কুমার ঘোষ [C] বারীন্দ্র দাস [D] অরবিন্দ্র দাস |
ANS :
সিসির কুমার ঘোষ
|
10 || ঋক বৈদিক সভ্যতার দেবতা ছিলেন না কে ? |
[A] শিব [B] মরুত [C] ইন্দ্র [D] অদিতি |
ANS :
শিব
|