|
Geography MCQ Question And Answer part 24 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 24 |
1 || ভারতের প্রথম ক্ষেপনাস্ত্র উত্ক্ষেপক সাবমেরিন হলো ? |
[A] INS Sindhusashtra
[B] INS Magar
[C] INS Ajay
[D] INS বিক্রম
|
ANS :
INS Sindhusashtra
|
2 || তুলো চাষ সবচেয়ে ভালো হয় ? |
[A] রাঙা মাটি তে
[B] লোহিত মাটি তে
[C] রেগুর মাটি তে
[D] রেগোলিথ মাটি তে
|
ANS :
রেগুর মাটি তে
|
3 || কোন রাজ্যে ব্যবসা ও পরিবহনের কাজে উটের ব্যবহার নিসিদ্ধ হয়েছে ? |
[A] হরিয়ানা
[B] রাজস্থান
[C] পাঞ্জাব
[D] মহারাষ্ট্র
|
ANS :
রাজস্থান
|
4 || ভারত ও পাকিস্থান এর মধ্যে কোন লাইন আছে ? |
[A] ম্যাগিনট
[B] ডুরান্ড
[C] রাডক্লিফ লাইন
[D] ম্যাকমোহন
|
ANS :
রাডক্লিফ লাইন
|
5 || ভারতের নৌ সেনা দপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? |
[A] কোচিন
[B] চেন্নাই
[C] মুম্বাই
[D] নয়া দিল্লি
|
ANS :
নয়া দিল্লি
|
6 || এশিয়ার বৃহত্তম প্রণালীর নাম কি ? |
[A] মালাক্কা
[B] ফোর্মোসা
[C] বাব - আল - মন্দব
[D] জিব্রাল্টার
|
ANS :
মালাক্কা
|
7 || মাদাগাস্কার দ্বীপ টি কোন মহাসাগরে ? |
[A] অতলান্তিক মহাসাগরে
[B] প্রশান্ত মহাসাগরে
[C] ভারত মহাসাগরে
[D] কুমেরু মহাসাগরে
|
ANS :
ভারত মহাসাগরে
|
8 || ভারতের কোন রাজ্য নিয়ে চিনের সাথে ভারতের সমস্যা হচ্ছে ? |
[A] অরুনাচল প্রদেশ
[B] মিজোরাম
[C] সিকিম
[D] নাগাল্যান্ড
|
ANS :
অরুনাচল প্রদেশ
|
9 || কোপিলধারা জলপ্রপাত দেখা যায় ? |
[A] কৃষ্ণা নদীতে
[B] কাবেরী নদীতে
[C] তাপ্তি নদীতে
[D] নর্মদা নদীতে
|
ANS :
নর্মদা নদীতে
|
10 || ভারতের পবিত্র স্থান " দ্বারকা " কোথায় অবস্থিত ? |
[A] মহারাষ্ট্র
[B] রাজস্থান
[C] গুজরাট
[D] পাঞ্জাব
|
ANS :
গুজরাট
|
|