Geography MCQ Question And Answer part 19 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 19 |
1 || নিচের চারটি গ্রহের মধ্যে কোনটি আকারে বৃহত্তম ? |
[A] মঙ্গল [B] পৃথিবী [C] বুধ [D] শুক্র |
ANS :
মঙ্গল
|
2 || বায়ু মন্ডলে আদ্রতার পরিমাপ করা হয় ? |
[A] হাইগ্রমিটার [B] বাত পতাকা [C] সাইক্লো মিটার [D] অনিমোমিটার |
ANS :
হাইগ্রমিটার
|
3 || ক্রনোমিটার এর সাহায্যে কি মাপা হয় ? |
[A] শব্দ তরঙ্গ [B] সময় [C] জল স্রোত [D] আলোর তরঙ্গ |
ANS :
সময়
|
4 || লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ? |
[A] অসম [B] নাগাল্যান্ড [C] মনিপুর [D] ত্রিপুরা |
ANS :
মনিপুর
|
5 || মিকির কোন রাজ্যের উপজাতি ? |
[A] অসম [B] মিজোরাম [C] মেঘালয় [D] মনিপুর |
ANS :
অসম
|
6 || নিচের কোনটি ভারতের ক্ষুদ্র তম রাজ্য ? |
[A] সিকিম [B] নাগাল্যান্ড [C] ত্রিপুরা [D] মেঘালয় |
ANS :
সিকিম
|
7 || জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় ? |
[A] যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে [B] যখন পৃথিবী চাঁদের সবচেয়ে কাছে আসে [C] যখন সূর্য চন্দ্র পৃথিবী একই রেখায় থাকে [D] বসন্ত কালে |
ANS :
যখন সূর্য চন্দ্র পৃথিবী একই রেখায় থাকে
|
8 || বস্ত্র শিল্পের জন্য তুলা চাষ প্রথম সুরু হয় ? |
[A] ভারতে [B] মেসোপটেমিয়া [C] মিশর [D] মধ্য আমেরিকাতে |
ANS :
মিশর
|
9 || বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ? |
[A] হলদি [B] হুগলি [C] দামোদর [D] কালীগঙ্গা |
ANS :
দামোদর
|
10 || টাইফুন একটি ? |
[A] ঘূর্ণবাত [B] ক্রান্তীয় ঘূর্ণবাত [C] পুর্বালি ঝড় [D] জেট স্ট্রিম দ্বারা সৃষ্ট ঝড় |
ANS : ক্রান্তীয় ঘূর্ণবাত |