Geography MCQ Question And Answer part 18 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 18 |
1 || ঝড়ের সমুদ্র কোনটি ? |
[A] আটলান্টিক [B] প্রশান্ত [C] আর্কটিক [D] ভারত |
ANS : আটলান্টিক |
2 || ভুতব্ক ও ভূ অভান্তরের কোন অংস কে শিয়াল বলে ? |
[A] সীমার উপরের অংস কে [B] ম্যান্টল এর উপরের অংশ কে [C] গুরুমন্দল এর উপরের অংশ কে [D] ম্যান্টল এর নিচের অংশ কে |
ANS : সীমার উপরের অংস কে |
3 || ' লা ' শব্দের অর্থ কি ? |
[A] উপত্যকা [B] নদী অববাহিকা [C] ধারণ অববাহিকা [D] গিরিপথ |
ANS : গিরিপথ |
4 || আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরে উপর দিয়ে গেছে ? |
[A] উত্তর আটলান্টিক মহাসাগরে [B] প্রশান্ত মহাসাগর [C] কুমেরু মহাসাগর [D] ভারত মহাসাগর |
ANS : প্রশান্ত মহাসাগর |
5 || মাউরি উপজাতি কোন দেশে আছে ? |
[A] নিউজিল্যান্ড [B] হল্যান্ড [C] ইংল্যান্ড [D] আয়ারল্যান্ড |
ANS : নিউজিল্যান্ড |
6 || ' পান্জিয়া ' কথাটি কার নামের সাথে যুক্ত ? |
[A] জে টি হ্যাক [B] পিচো [C] ওয়েগনার [D] তুজো উইলসন |
ANS : ওয়েগনার |
7 || তুন্দ্রা অঞ্চলের বিশেষ বরফের ঝড় কে কি বলে ? |
[A] লু [B] খামসিন [C] ব্লিজার্দ [D] হারমাত্তান |
ANS : ব্লিজার্দ |
8 || সিন ও মারনে নদীর সংযোগ স্থল কোন শহর ? |
[A] নিউইয়র্ক [B] প্যারিস [C] ওয়াসিংটন [D] ওটাওয়া |
ANS : প্যারিস |
9 || কোন ধরনের মেঘ বজ্র মেঘ নাম পরিচিত ? |
[A] নিম্বাস [B] স্টাটাস [C] সিরাস [D] কিউমুলোনিম্বাস |
ANS : কিউমুলোনিম্বাস |
10 || ভূ পৃষ্ঠের কাছাকাছি অঞ্চল বেশি উষ্ণ থাকে কেন ? |
[A] বিকিরিত তাপের উপস্থিতির জন্য [B] তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির জন্য [C] ভূ অভান্তরের তাপের জন্য [D] ভূ অভান্তরের গরম জলের উপস্থিতির জন্য |
ANS : বিকিরিত তাপের উপস্থিতির জন্য |