Geography MCQ Question And Answer part 17 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 17 |
1 || ভারতের কত % ভূমি অরণ্যময় ? |
[A] 17 থেকে 23 % [B] 33 % [C] 26 % [D] 45 % |
ANS : 33 % |
2 || মহারাষ্টের উপকূল অঞ্চল অঞ্চল কি নামে পরিচিত ? |
[A] উত্তর সরকার উপকূল [B] কঙ্কন উপকূল [C] মালাবার [D] বম্বে উপকূল |
ANS : কঙ্কন উপকূল |
3 || কোন অঞ্চলে ব্রহ্মপুত্র নদী সাংপো নাম পরিচিত ? |
[A] মানস সরোবর থেকে নামচা বারোয়া পর্যন্ত [B] জেমু হিমবাহ থেকে নাঙ্গা পর্বত পর্যন্ত [C] মানস সরোবর থেকে জেমু হিমবাহ পর্যন্ত [D] কোনোটাই নয় |
ANS : মানস সরোবর থেকে নামচা বারোয়া পর্যন্ত |
4 || ব্রহ্ম পুত্র নদী কোথায় পতিত হয়েছে ? |
[A] আরব সাগরে [B] খাম্বাত সাগরে [C] বঙ্গপসাগরে [D] কাম্বে সাগরে |
ANS : বঙ্গপসাগরে |
5 || কেরলের উপকূল কি নাম পরিচিত ? |
[A] মালাবার উপকূল [B] কঙ্কন উপকূল [C] করমন্ডল উপকূল [D] অষ্টমুদি উপকূল |
ANS : মালাবার উপকূল |
6 || ভারতের অরন্য গবেসনাগার কোথায় অবস্থিত ? |
[A] কোটা [B] নাগপুর [C] হিসার [D] দেরাদুন |
ANS : দেরাদুন |
7 || অরুনাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর নাম কি ? |
[A] ডিহং [B] ডিবং [C] দিহং [D] সাংপো |
ANS : ডিহং |
8 || তামিলনাড়ু উপকূল অঞ্চল কি নাম পরিচিত ? |
[A] উত্তর সরকার উপকূল [B] করমন্ডল উপকূল [C] কঙ্কন উপকূলে [D] মালাবার উপকূল |
ANS : করমন্ডল উপকূল |
9 || নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত ? |
[A] কাশ্মীর হিমালয়ে [B] উ: পূর্ব হিমালয়ে [C] দক্ষিন ভারতে [D] আরাবল্লী পর্বতের পশ্চিমে |
ANS : কাশ্মীর হিমালয়ে |
10 || ব্যাসল্ট শিলা ক্ষয় পেয়ে কি ধরনের মাটি তৈরী করে ? |
[A] পডজল [B] চারনজেম [C] রেগুর [D] লোহিত |
ANS : রেগুর |