General Science MCQ Question And Answer Part 4 || সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পার্ট 4 |
1 || প্রাথমিক সোনার বিশুদ্ধতা হলো ? |
[A] ২৪ ক্যারেট [B] ২১ ক্যারেট [C] ২২ ক্যারেট [D] ১৮ ক্যারেট |
ANS :
২৪ ক্যারেট
|
2 || ১ জুল সমান কত ক্যালরি ? |
[A] ০.২৪ ক্যালরি [B] ১.২ ক্যালরি [C] ৫.৫ ক্যালরি [D] ৩.৭ ক্যালরি |
ANS :
০.২৪ ক্যালরি
|
3 || একমাত্র ভারতীয় যিনি পদার্থ বিদ্যা তে নোবেল পেয়েছেন ? |
[A] ড: সি ভি রমন [B] ড: বিক্রম সারাভাই [C] ড: জে সি বোস [D] ড: খোরানা |
ANS :
ড: সি ভি রমন
|
4 || লাই - ফাই ( Li - Fi ) সিস্টেমটি কি ? |
[A] এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট আন্টেনার ওপর নির্ভরশীল [B] এটা একটা সাধারণ মেমরি চিপ [C] এটা একটা অতি আধুনিক ল্যাপটপ [D] এটা একটা সুপার কম্পিউটার |
ANS :
এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট আন্টেনার ওপর নির্ভরশীল
|
5 || কস্টিক সোডার আপেক্ষিক গুরত্ব কত ? |
[A] 1.13 [B] 4.13 [C] 3.13 [D] 2.13 |
ANS :
4.13
|
6 || শক্তিসালি জল বলা হয় জে আসিডকে তা হলো ? |
[A] সালফিউরিক আসিড [B] হাইড্রক্লোরিক আসিড [C] কার্বনিক আসিড [D] নাইট্রিক আসিড |
ANS :
নাইট্রিক আসিড
|
7 || নিম্নলিখিত কোন গুলির মধ্যে সবচেয়ে বেশি কার্বন আছে ? |
[A] ঢালাই লোহা [B] কাঁচা লোহা [C] স্টিল [D] স্টেইনলেস স্টিল |
ANS :
ঢালাই লোহা
|
8 || বৈজ্ঞানিক সি ভি রমন আবিস্কার করেন ? |
[A] রমন রে [B] আল্ট্রা ভায়োলেট রে [C] গামা রে [D] রমন ইফেক্ট |
ANS :
রমন ইফেক্ট
|
9 || কোনটি মৌলিক কার্বনের উদাহরণ ? |
[A] হীরা [B] ম্যাগনেসিয়াম [C] তামা [D] চুন |
ANS :
হীরা
|
10 || দীপন শক্তির একক হলো ? |
[A] আম্পিয়ার [B] লুমেন [C] ক্যান্ডেলা [D] কোনোটাই নয় |
ANS :
ক্যান্ডেলা
|