WB ICDS Supervisor Preliminary Screening Test Paper 1 MCQ Question and Answer Part 19 |
1 || পর্যায় সারণীর আবিস্কর্তা কে ? |
[A] মেন্ডেলিফ [B] বয়েল [C] ডালটন [D] নিউটন |
ANS :
মেন্ডেলিফ
|
2 || পথের পাঁচালি সিনেমার গল্পকার কে ? |
[A] তারা সংকর ব্যানার্জী [B] মানিক ব্যানার্জী [C] বিভূতি ভুসন ব্যানার্জী [D] সত্যজিত রায় |
ANS :
বিভূতি ভুসন ব্যানার্জী
|
3 || নান্দনিক কাজ হলো ? |
[A] অঙ্কন [B] সঙ্গীত [C] নৃত্য ও অভিনয় [D] উপরের সব কয়টিই |
ANS :
উপরের সব কয়টিই
|
4 || লিফ্ট কে আবিস্কার করেন ? |
[A] জন বেয়ার্ড [B] উইলবার রাইট [C] উইলেন [D] জেমস ওটিস্ |
ANS :
জেমস ওটিস্
|
5 || একটি সংখ্যা কে ৫৬ দিয়ে ভাগ করলে ১৭ ভাগশেষ থাকে , সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে ? |
[A] ৫ [B] ১ [C] ২ [D] ৩ |
ANS :
১
|
6 || সন্ধি বিচ্ছেদ কর : কথোপকথন ? |
[A] কথা + উপকথন [B] কথা + কথন [C] কথক + উপকথন [D] কথো + পকথন |
ANS :
কথা + উপকথন
|
7 || ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয় ? |
[A] ১৯৪৬ খিস্টাব্দে [B] ১৯৬৭ খিস্টাব্দে [C] ১৯৬১ খিস্টাব্দে [D] ১৯৬৬ খিস্টাব্দে |
ANS :
১৯৪৬ খিস্টাব্দে
|
8 || নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত ? |
[A] জম্মু কাশ্মীর [B] অরুনাচল প্রদেশ [C] হিমাচল প্রদেশ [D] সিকিম |
ANS :
সিকিম
|
9 || ভারতের লোক সভার নেতা কে ? |
[A] স্পিকার [B] প্রধান মন্ত্রী [C] রাষ্ট্রপতি [D] এদের কেউ নন |
ANS :
প্রধান মন্ত্রী
|
10 || মোপলা বিদ্রোহ কোথায় হয় ? |
[A] কঙ্কন উপকূল [B] রংপুর উপকূল [C] মালাবার উপকূল [D] উত্তরবঙ্গ |
ANS :
মালাবার উপকূল
|