স্বাধীন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন ? কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ? রাশিয়ার মুদ্রার নাম কি ? স্বাধীনতার ঠিক আগে বাংলাদেশে কোন দেশের অংশ ছিল ? ন্যাটোর NATO প্রধান কার্যালয় কোথায় ? আয়তনের হিসেবে ভারতের কোন জেলা বৃহত্তম ? বাফটা পুরস্কার কোন বিষয়ের উপর দেয়া হয় ? কোন সালে মিস ওয়ার্ল্ড হন ঐশ্বরিয়া রাই ? পরমাণু ক্ষেত্রে NSG খুবই গুরুত্বপূর্ণ। এই NSG-র পুরো কথা কী ? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী - 2021 সাল ?
1 ন্যাটোর NATO প্রধান কার্যালয় কোথায় ?
[A] লন্ডন
[B] নিউইয়র্ক
[C] ব্রাসেলস
[D] সুইডেন
ANS :
2 আয়তনের হিসেবে ভারতের কোন জেলা বৃহত্তম ?
[A] কচ্ছ
[B] বর্ধমান
[C] পূর্ণিয়া
[D] পশ্চিম মেদিনিপুর
ANS :
3 কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?
[A] সমুদ্রগুপ্ত
[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[C] শ্রী গুপ্ত
[D] জীবিত গুপ্ত
ANS :
4 রাশিয়ার মুদ্রার নাম কি ?
[A] রুবেল
[B] ডলার
[C] রুপি
[D] পাউন্ড
ANS :
5 স্বাধীন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন ?
[A] রাণু ঘোষ
[B] অমৃত কাউর
[C] সুচেতা ঘোষ
[D] অরুন্ধুতি সেন
ANS :
6 স্বাধীনতার ঠিক আগে বাংলাদেশে কোন দেশের অংশ ছিল ?
[A] শ্রীলংকা
[B] নেপাল
[C] মায়ানমার
[D] পাকিস্তান
ANS :
7 বাফটা পুরস্কার কোন বিষয়ের উপর দেয়া হয় ?
[A] চলচ্চিত্র
[B] সাহিত্য
[C] বিজ্ঞান
[D] কোনটাই নয়
ANS :
8 পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী - 2021 সাল ?
[A] শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য
[B] শ্রীমতি মমতা ব্যানার্জী
[C] শ্রী সৌরভ গাঙ্গুলি
[D] শ্রী অভিষেক ব্যানার্জী
ANS :
9 কোন সালে মিস ওয়ার্ল্ড হন ঐশ্বরিয়া রাই ?
[A] ১৯৯২ সালে
[B] ১৯৯৪ সালে
[C] ১৯৯৬ সালে
[D] ১৯৯৮ সালে
ANS :
10 পরমাণু ক্ষেত্রে NSG খুবই গুরুত্বপূর্ণ। এই NSG-র পুরো কথা কী ?
[A] নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ
[B] নিউক্লিয়ার সাপ্লিমেন্টারী গ্রুপ
[C] নিউক্লিক সাপ্লায়ার্স গ্রুপ
[D] নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ
ANS :