1100+ GK Question and Answers on biology in bengali Part 37 |
1 কোথায় ঘর্ম গ্রন্থী অবস্থিত ?
[A] দেহত্বকের চতুর্থ স্তরে
[B] এন্ডডারমিসে
[C] এপিডারমিসে
[D] দেহত্বকের দ্বিতীয় স্তরে
ANS :
2 ক্রলিং কোন প্রাণীর গমন পদ্ধতি ?
[A] সাপের
[B] টিকটিকি
[C] কচ্ছপ
[D] কোনটাই নয়
ANS :
3 সর্বপ্রথম মাছ , উভচর ও মানুসের লোহিত রক্তকনিকার মধ্যে পার্থক্য নিরুপন করেন কে ?
[A] রবার্ট হুক
[B] অ্যানটনি লিভেনহিক
[C] লামার্ক
[D] লিনিয়াস
ANS :
4 জীবের দিপদ নামকরন পদ্ধতির সুত্রপাত করেন কে ?
[A] জোসেফ প্রিস্তলে
[B] লিনিয়াস
[C] ভেসালিয়াস
[D] রবার্ট হুক
ANS :
5 যক্ষা কিসের প্রভাবে হয় ?
[A] ভাইরাস
[B] ব্যাকটেরিয়া
[C] ছত্রাক
[D] ফাঙ্গি
ANS :
6 সর্বপ্রথম মাছের আশ এর গঠন সম্পর্কে আলোক পাত করেন কে ?
[A] জোসেফ প্রিস্তলে
[B] লিনিয়াস
[C] লুই পাস্তুর
[D] রবার্ট হুক
ANS :
7 বস্তুবিদ্যা শব্দের প্রবর্তক কে ?
[A] অগাস্ট ভাইসম্যান
[B] আর্নস্ট হেকেল
[C] আচার্য জগদীস চন্দ্র বসু
[D] প্যাভলভ
ANS :
8 প্রথম জীবানু পর্যবেক্ষণ করেন কে ?
[A] রবার্ট হুক
[B] অ্যানটনি লিভেনহিক
[C] লামার্ক
[D] লিনিয়াস
ANS :
9 সালোকসংস্লেসের ফলে অক্সিজেন গ্যাসের নির্গমন হয় তা প্রথম প্রমান করেন কে ?
[A] রবার্ট হুক
[B] ল্যামার্ক
[C] লিনিয়াস
[D] জোসেফ প্রিস্তলে
ANS :
10 পাগলা কুকুর কামড়ালে কোন রোগ হয় ?
[A] প্লেগ
[B] এইডস
[C] জলাতঙ্ক
[D] ক্যানসার
ANS :