Indian Polity In Bengali | Constitution Of India In Bengali Part 18 |
1 মণ্ডল কমিশন যখন গঠিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী মধ্যে কে ছিলেন ?
[A] ইন্দিরা গান্ধী
[B] মোরারজি দেশাই
[C] রাজিব গান্ধী
[D] ভি পি সিং
ANS :
2 ১৯৬২ সালের ইন্দো-চাইনা যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন –
[A] আর. এন. থাপার
[B] ভি. কে. কৃষ্ণা মেনন
[C] গোভিন্দ বল্লভ পন্থ
[D] জগজীবন ররাম
ANS :
3 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে?
[A] ১৯
[B] ২০
[C] ২১
[D] ৩২
ANS :
4 ২৬ জানুয়ারী সংবিধান উদ্বোধনের দিন হিসেবে নির্ধারিত হবার কারণ কি?
[A] এই দিন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়
[B] এই দিন প্রথম কংগ্রেসের অধিবেশন বসে
[C] কংগ্রেস এইদিনটিকে ১৯৩০ সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে
[D] এই দিন গান্ধীজি ভারতে ফেরেন
ANS :
5 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে ?
[A] ৪৮
[B] ৫৭
[C] ৬১
[D] ৬৩
ANS :
6 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে “মৌলিক দায়িত্ব”-র ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে ?
[A] ৪০
[B] ৪১
[C] ৪২
[D] ৪৪
ANS :
7 সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না?
[A] ১৪ ও ১৫
[B] ১৬ ও ১৭
[C] ২০ ও ২১
[D] ২৯ ০ ৩০
ANS :
8 দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন কে ?
[A] গান্ধীজি
[B] জহরলাল নেহেরু
[C] ইন্দিরা গান্ধী
[D] রাজীব গান্ধী
ANS :
9 কোনটি মৌলিক অধিকার নয় –
[A] সমতার অধিকার
[B] ধর্মীয় স্বাধীনতার অধিকার
[C] ধর্মঘট করার অধিকার
[D] শোষণের বিরুদ্ধে অধিকার
ANS :
10 ব্লক স্তরের পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানকে কি বলা হয় ?
[A] গ্রাম পঞ্চায়েত
[B] পঞ্চায়েত সমিতি
[C] জেলা পরিষদ
[D] কোনোটিই নয়
ANS :