Indian Constitution and Polity MCQ type Questions Part 5 |
1 ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নম্বর ধারা কি সম্পর্কিত ?
[A] কেন্দ্র ও রাজ্যের সীমানা সম্পর্কিত
[B] নাগরিকতা
[C] মৌলিক কর্তব্য
[D] কেন্দ্রের কার্যকারিতা
ANS :
2 সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়াদি কত নম্বর ধারায় আলোচিত হয়েছে ?
[A] ৫৪ ও ৫৫
[B] ৫৮ ও ৫৯
[C] ৭১
[D] ৬০
ANS :
3 আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?
[A] পুরুষদের ভোটাধিকার
[B] আনুপাতিক প্রতিনিধিত্ব
[C] পুরুষ, মহিলা ও শিশুদের ভোটাধিকার
[D] সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
ANS :
4 রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
[A] ১০
[B] ১২
[C] ১৫
[D] ২০
ANS :
5 কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলি পাশ করা হয়েছিল ?
[A] ভি পি সিং
[B] রাজীব গান্ধী
[C] অটল বিহারি বাজপেয়ী
[D] নরসিমা রাও
ANS :
6 উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ শেষ হবার আগে তাঁকে অপসারণ করতে পারেন –
[A] রাষ্ট্রপতি তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
[B] সংসদের উভয়কক্ষ
[C] রাজ্যসভা ( ২/৩ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে )
[D] কেন্দ্রীয় ক্যাবিনেট
ANS :
7 ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী, জমি ও বাড়ির ওপর কর কোন লিস্টে রয়েছে ?
[A] স্টেট লিস্ট
[B] ইউনিয়ন লিস্ট
[C] কংকার্রেন্ট লিস্ট
[D] রেসিডুয়াল লিস্ট
ANS :
8 রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থা এর ঘোষনাকে কত দিনের মধ্যে সংসদের উভয়কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?
[A] ১ মাস
[B] ২ মাস
[C] জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে ১ মাস এবং বাকি দুটির ক্ষেত্রে ২ মাস
[D] জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে ২ মাস এবং বাকি দুটির ক্ষেত্রে ১ মাস
ANS :
9 বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে ?
[A] ১৫
[B] ১৬
[C] ১৮
[D] ১৯
ANS :
10 সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান ও বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ?
[A] ৪৬
[B] ৪৭
[C] ৪৮
[D] ৪৯
ANS :