IRS প্রথম উৎক্ষেপণ হয় কত সালে ? ক্লোরোফ্লুরোকার্বন নির্গমনের ফলে কী ঘটে ? মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তার নাম কী ? পশ্চিমী ঝঞ্ঝা ভারতে কোন সময়ে প্রবেশ করে ? উন্নয়নের জীবনরেখা কাকে বলে ? RADAR কী ? একটি বাগিচা ফসলের নাম লেখো ? শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণীঝড় সৃষ্টি হয় তাকে কী বলে ? ঋতু অনুযায়ী সমুদ্রস্রোতের দিক পরিবর্তন কোথায় দেখা যায় ? মিলিয়ন সিটির নূন্যতম জনসংখ্যা কত হতে হবে ?
1 একটি বাগিচা ফসলের নাম লেখো ?
[A] ধান
[B] সরসে
[C] চা
[D] গম
ANS :
2 RADAR কী ?
[A] সক্রিয় সেন্সার
[B] নিস্ক্রিয় সেন্সার
[C] আন্সিক সক্রিয় সেন্সার
[D] কোনটাই নয়
ANS :
3 ক্লোরোফ্লুরোকার্বন নির্গমনের ফলে কী ঘটে ?
[A] বনভূমি ধ্বংস
[B] দাবানল
[C] জলদূসন
[D] বিশ্ব উষ্ণায়ন
ANS :
4 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তার নাম কী ?
[A] গ্যালাক্সি
[B] নীহারিকা
[C] প্ল্যাটফর্ম
[D] অ্যাক্সিস
ANS :
5 IRS প্রথম উৎক্ষেপণ হয় কত সালে ?
[A] ১৯৮২ সালের মার্চ মাসে
[B] ১৯৮৩ সালের এপ্রিল মাসে
[C] ১৯৮৭ সালের মে মাসে
[D] ১৯৮৮ সালের মার্চ মাসে
ANS :
6 মিলিয়ন সিটির নূন্যতম জনসংখ্যা কত হতে হবে ?
[A] 2 লক্ষ
[B] ৩ লক্ষ
[C] 6 লক্ষ্
[D] ১০ লক্ষ
ANS :
7 পশ্চিমী ঝঞ্ঝা ভারতে কোন সময়ে প্রবেশ করে ?
[A] গ্রীষ্মকালে
[B] শরৎকালের
[C] শীতকালে
[D] বর্ষাকালে
ANS :
8 শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণীঝড় সৃষ্টি হয় তাকে কী বলে ?
[A] অনধি
[B] আশ্বিনের ঝড়
[C] হ্যারিকেন
[D] বাগুই
ANS :
9 উন্নয়নের জীবনরেখা কাকে বলে ?
[A] জলপথ
[B] স্থলপথ
[C] আকাশপথ
[D] রেলপথ
ANS :
10 ঋতু অনুযায়ী সমুদ্রস্রোতের দিক পরিবর্তন কোথায় দেখা যায় ?
[A] ভারত মহাসাগরে
[B] প্রশান্ত মহাসাগরে
[C] অতলান্তিক মহাসাগরে
[D] আর্কটিক মহাসাগরে
ANS :