For all the competitive examination BIOLOGY | জীববিজ্ঞান | জীববিদ্যা plays an important role as the
questions from this subject are frequently asked. So, Practice all these Multiple Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
questions from this subject are frequently asked. So, Practice all these Multiple Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
1 || যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে বলে ?
[A] জিওজেনেসিস
[B] বায়জেনেসিস
[C] হোমিওজেনেসিস
[D] জিওসিস
ANS :
বায়জেনেসিস
2 || যে উত্সেচক টি প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী থেকে স্তন্য পায়ী প্রাণীতে পাওয়া যায় ?
[A] পেপসিন
[B] ট্রিপসিন
[C] ইন্সুলিন
[D] অ্যামাইলেজ
ANS :
অ্যামাইলেজ
3 || ক্ষতি কারক ছত্রাক ও ফুলের রেনু থেকে নিচের কোন রোগ টি হয় ?
[A] জন্ডিস
[B] অ্যালার্জি ও হাপানি
[C] বসন্ত
[D] প্লেগ
ANS :
অ্যালার্জি ও হাপানি
4 || মানুসের ক্ষেত্রে কানের দুপাশের অঙ্গ পেশী হলো ?
[A] সমসংস্থ অঙ্গ
[B] লুপ্ত প্রায় অঙ্গ
[C] অসমসংস্থ অঙ্গ
[D] কোনোটাই নয়
ANS :
লুপ্ত প্রায় অঙ্গ
5 || জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উত্পাদিত প্রথম মনুষ্য হরমন হলো ?
[A] থাইরক্সিন
[B] ইনশুলিন
[C] টেস্টস্টেরণ
[D] ইস্টজেন
ANS :
ইনশুলিন
6 || বৃক্ক থেকে নিসৃত প্রধান হরমন হলো ?
[A] রেনিন
[B] বিলিরুবিন
[C] গ্যাসটিন
[D] সিক্রেটিন
ANS :
রেনিন
7 || চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংস প্রতিস্থাপিত হয় ?
[A] সম্পূর্ণ চোখ
[B] কর্নিয়া
[C] লেন্স
[D] রেটিনা
ANS :
কর্নিয়া
8 || মানুসের শরিরের সবচেয়ে কঠিন বস্তু হলো ?
[A] নখ
[B] হাড়
[C] এনামেল
[D] ডেন্টাইন
ANS :
এনামেল
9 || শ্রেণীবিন্যাস এর জনক বলা হয় ?
[A] বেন্থাম হুকার
[B] লিনিয়াস
[C] হাচিনসন
[D] টামটাজনকে
ANS :
লিনিয়াস
10 || অ্যাসকারিস বা গোলকৃমি পাওয়া যায় ?
[A] ক্ষুদ্রান্তে
[B] বৃহদান্তে
[C] পাকস্থলিতে
[D] ফুসফুসে
ANS :
ক্ষুদ্রান্তে