Most of the Bengal Students search on internet Bengali BIOLOGY | জীববিজ্ঞান | জীববিদ্যা question & answer. We help to give a good quality BIOLOGY | জীববিজ্ঞান | জীববিদ্যা question & answer materials with Mock Testfor WBCS, PSC, SSC, RRB, Police Exam.Today KORMOZOG share 700 BIOLOGY | জীববিজ্ঞান | জীববিদ্যা Question & Answer MOCK TEST link.
1 || পরাগ ধানী থেকে পরাগ রেনুর ফুলের একই গর্ভমুন্ডে স্থানান্তর কে বলা হয় ?
[A] অ্যালোগ্যামি
[B] জেনগ্যামি
[C] অটোগ্যামি
[D] গাইটোগ্যামি
ANS :
অটোগ্যামি
2 || ' অ্যাথলিটস ফুট ' এই রোগ টি হবার কারণ ?
[A] ব্যাকটেরিয়া
[B] প্রোটজোয়া
[C] ফাঙ্গাস
[D] নিমটোড
ANS :
ফাঙ্গাস
3 || জীবন সৃষ্টির সময় সব থেকে গুরুত্ব পূর্ণ ঘটনা হলো ?
[A] প্রটিন তৈরী
[B] নিওক্লিও অ্যাসিড তৈরী
[C] ভিটামিন তৈরী
[D] অ্যামাইনো অ্যাসিড তৈরী
ANS :
অ্যামাইনো অ্যাসিড তৈরী
4 || বনস্পতি শিল্প উত্পাদনে কোন প্রভাবক ব্যবহৃত হয় ?
[A] পেপসিন
[B] কোবাল্ট
[C] ট্রিপসিন
[D] নিকোটিন
ANS :
নিকোটিন
5 || নিচের কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ?
[A] যকৃত
[B] নেফ্রন
[C] ফুসফুস
[D] অগ্নাসয়
ANS :
নেফ্রন
6 || কোন উদ্ভিদের শস্য [ এন্ড স্পার্ম ] থেকে তেল পাওয়া যায় ?
[A] তিল
[B] সরসে
[C] নারকেল
[D] আমন্ড
ANS :
নারকেল
7 || ভিটামিন K এর রাসায়নিক নাম কি ?
[A] ফাইলোকুইনন
[B] অ্যাসকর্বিক অ্যাসিড
[C] টোকোফেরল
[D] কোনোটাই নয়
ANS :
ফাইলোকুইনন
8 || নিচের অ্যাসিড গুলির মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায় ?
[A] অ্যাসিটিক অ্যাসিড
[B] সাইট্রিক অ্যাসিড
[C] কার্বলিক অ্যাসিড
[D] নাইট্রাস অ্যাসিড
ANS :
সাইট্রিক অ্যাসিড
9 || গ্রানা ও স্ট্রোমা এই দুটির সমন্বয় সঞ্চিত হয় ?
[A] ভিকটিওসোম
[B] ক্লোরোপ্লাস্ট
[C] মাইট্রকোনডিয়া
[D] রাইবোসোম
ANS :
ক্লোরোপ্লাস্ট
10 || সালোক সংশ্লেষ পক্রিয়াতে আলোক দশা সম্পন্ন হয় ?
[A] সাইটসলে
[B] ক্লোরোপ্লাস্ট এর গ্রানাতে
[C] ক্লোরোপ্লাস্ট এর স্ট্রোমাতে
[D] কোনোটাই নয়
ANS :
ক্লোরোপ্লাস্ট এর গ্রানাতে