ICDS MCQ Question and Answer Part 7 |
1 || ভারতের সংবিধান কমিটির প্রধান কে ? |
[A] নাথুরাম গডসে [B] গান্ধীজি [C] বি আর আম্বেদকর [D] পত্তভি সীতা রামাইয়া |
উত্তর দেখুন :
বি আর আম্বেদকর
|
2 || নৌকার গতিবেগ স্থীর জলে ৮ কিমি /ঘন্টা , এবং স্রোতের গতিবেগ ৩ কিমি /ঘন্টা হলে স্রোতের অনুকূলে ১৩২ কিমি যেতে কত সময় লাগবে ? |
[A] ২২ ঘন্টা [B] ২১ ঘন্টা [C] ৩৩ ঘন্টা [D] ১২ ঘন্টা |
উত্তর দেখুন :
১২ ঘন্টা
|
3 || পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ :২ , ৫ বছর পরে ওই অনুপাত ৮ :৩ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত ? |
[A] পিতার বয়স ৩৫ বছর ও পুত্রের বয়স ১০ বছর [B] পিতার বয়স ৩৭ বছর ও পুত্রের বয়স ১২ বছর [C] পিতার বয়স ৩০ বছর ও পুত্রের বয়স ১৬ বছর [D] পিতার বয়স ৩৯ বছর ও পুত্রের বয়স ১৩ বছর |
উত্তর দেখুন :
পিতার বয়স ৩৫ বছর ও পুত্রের বয়স ১০ বছর
|
4 || কিডনি প্রতিদিন কত লিটার রক্ত পরিস্কার করে ? |
[A] ৬০০ - ২৫০০ মিলিলিটার [B] ৫০০ - ৬০০ মিলিলিটার [C] ৪০০ - ৭০০ মিলিলিটার [D] ৬০০ - ১২০০ মিলিলিটার |
উত্তর দেখুন :
৬০০ - ২৫০০ মিলিলিটার
|
5 || তীর্থঙ্কর কথাটির অর্থ কি ? |
[A] শিক্ষা গুরু [B] দিক্ষা গুরু [C] কুল গুরু [D] ধর্ম গুরু |
উত্তর দেখুন :
ধর্ম গুরু
|
6 || বার্ষিক শতকরা কত সুদে ৫০০ টাকা ৩ বছরে সুদে মূলে ৫৯৬ টাকা হবে ? |
[A] ৬.৪ টাকা [B] ৭ .৫ টাকা [C] ১০ .৫ টাকা [D] ১১ .৫ টাকা |
উত্তর দেখুন :
৬.৪ টাকা
|
7 || ময়ুর সিংহাসন কে নির্মান করেন ? |
[A] আকবর [B] জাহাঙ্গীর [C] শাজাহান [D] ওরান্গজেব |
উত্তর দেখুন :
শাজাহান
|
8 || অস্কার পুরস্কারের ওপর নাম কি ? |
[A] আকাদেমি পুরস্কার [B] জাতীয় পুরস্কার [C] রাজীব গান্ধী জাতীয় পুরস্কার [D] ফ্লিমফেয়ার পুরস্কার |
উত্তর দেখুন :
আকাদেমি পুরস্কার
|
9 || A : B = 3:4, B:C = 5:6 , C:D =2:3 হলে A :D = কত ? |
[A] 5 : 12 [B] 6 : 14 [C] 7 : 20 [D] 3 : 3 |
উত্তর দেখুন :
5 : 12
|
10 || দান করয়ে জগজনে , জগজনে এর সমাস কর ? |
[A] সম্বন্ধ ততপুরুষ [B] কর্মধরায় [C] করণ ততপুরুষ [D] কর্ম ততপুরুষ |
উত্তর দেখুন : সম্বন্ধ ততপুরুষ |