Biology MCQ Question And Answer |
1 || পটল গাছের মুকুল কোথায় থাকে ? |
[A] মূলে [B] কান্ড [C] গাছের মাথায় [D] ফুলের মাঝে |
উত্তর দেখুন :
মূলে
|
2 || কোন ভিটামিন মারি থেকে রক্ত পড়া প্রতিরোধ করতে পারে ? |
[A] ভিটামিন C [B] ভিটামিন K [C] ভিটামিন A [D] ভিটামিন D |
উত্তর দেখুন :
ভিটামিন C
|
3 || খাদ্যে কিসের অভাব হলে রক্ত অল্পতা হয় ? |
[A] লৌহ [B] তামা [C] ফসফরাস [D] সালফার |
উত্তর দেখুন :
লৌহ
|
4 || পত্রজমুকুল দেখা যায় নিম্ন লিখিত কোন উদ্ভিদে ? |
[A] বিগোনিয়া [B] অদা [C] রাঙা আলু [D] চুপরী আলু |
উত্তর দেখুন :
বিগোনিয়া
|
5 || ভিটামিন E এর রাসায়নিক নাম কি ? |
[A] ফেলিফেরল [B] ট্রায়ালিন [C] কেরাটিন [D] টেকোফেরল |
উত্তর দেখুন :
টেকোফেরল
|
6 || নিম্নলিখিত কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ? |
[A] গরান [B] কাঁঠাল [C] পাইন [D] খেজুর |
উত্তর দেখুন :
গরান
|
7 || কোন প্রাণীর দুধে ফ্যাট বেশি থাকে ? |
[A] গরু [B] ছাগল [C] মহিষ [D] উট |
উত্তর দেখুন :
উট
|
8 || কালাজ্বর রোগের বাহক কোনটি ? |
[A] স্যান্ডফ্লাই [B] মশা [C] মাছি [D] ইন্দুর |
উত্তর দেখুন :
স্যান্ডফ্লাই
|
9 || যখন চোখের লেন্স ধোয়াসা হয় তাকে বলে ? |
[A] ছানি পরা [B] কর্নিয়া খারাপ হওয়া [C] কনজাংটিভায়টিস [D] রেটিনার সমস্যা |
উত্তর দেখুন :
ছানি পরা
|
10 || টিউবার কিউলোসিস রোগের নির্ণায়ক পরীক্ষা কোনটি ? |
[A] মুত্র টেস্ট [B] মল টেস্ট [C] রক্ত টেস্ট [D] মান্টু টেস্ট |
উত্তর দেখুন : মান্টু টেস্ট |