History MCQ Question And Answer Part 12 |
1 || হলওয়েল মনুমেন্ট অপসারণের জন্য আন্দোলন করেন কে ? |
[A] সুভাস চন্দ্র বসু [B] গান্ধীজি [C] সর্দার বল্লভভাই প্যাটেল [D] কোনটাই নয় |
উত্তর দেখুন :
সুভাস চন্দ্র বসু
|
2 || নেতাজি দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপের কি নামকরণ করা হয় ? |
[A] ভারত দ্বীপ ও রাসবিহারী দ্বীপ [B] ভারত দ্বীপ ও আজাদ দ্বীপ [C] আজাদ দ্বীপ ও শহিদ দ্বীপ [D] শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ |
উত্তর দেখুন :
শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ
|
3 || বিপিন চন্দ্র পাল ছিলেন ? |
[A] চরম পন্থী নেতা [B] নরম পন্থী নেতা [C] বাম পন্থী নেতা [D] কোনটাই নয় |
উত্তর দেখুন :
চরম পন্থী নেতা
|
4 || ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ড এর প্রধানমন্ত্রী কে ছিলেন ? |
[A] ক্লিমেন্ট এটলি [B] লর্ড মাউন্ট ব্যাটেন [C] লর্ড কার্জন [D] লর্ড ওয়েলেসলি |
উত্তর দেখুন :
ক্লিমেন্ট এটলি
|
5 || হিস্টোরিয়া নামক শব্দটির উদ্ভব নিম্নলিখিত কোন শব্দ থেকে ? |
[A] গ্রিক শব্দ থেকে [B] ল্যাটিন শব্দ থেকে [C] ইংরাজি শব্দ থেকে [D] স্পেনীয় শব্দ থেকে |
উত্তর দেখুন :
গ্রিক শব্দ থেকে
|
6 || 'জীবনের ঝরাপাতা ' প্রকাশিত হয়েছিল ? |
[A] দেশ পত্রিকাতে [B] প্রবাসীতে [C] গণবাণী তে [D] গণশক্তি তে |
উত্তর দেখুন :
দেশ পত্রিকাতে
|
7 || অগ্নি যুগের অগ্নি কন্যা কাকে বলা হয় ? |
[A] সরলাদেবী চৌধুরানী [B] মাতঙ্গিনী হাজরা [C] প্রীতিলতা ওয়াদেদার [D] কোনটাই নয় |
উত্তর দেখুন :
সরলাদেবী চৌধুরানী
|
8 || হিস্ট্রি কথাটির উদ্ভব নিম্নলিখিত কোন শব্দ থেকে ? |
[A] হিস্তরিক [B] হিস্ট্রিরিয়া [C] হিস্টরিয়া [D] হিস্তিন |
উত্তর দেখুন :
হিস্টরিয়া
|
9 || ইতিহাস হলো ? |
[A] ভবিস্যত বিস্লেসন [B] বর্তমানের বাস্তবতার অনুসন্ধান [C] অতীতের বাস্তবতার অনুসন্ধান [D] কোনটাই নয় |
উত্তর দেখুন :
অতীতের বাস্তবতার অনুসন্ধান
|
10 || ' ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথপোকথন ' মন্তব্য টি কার ? |
[A] ই .এইচ .কার [B] এরিস্টটল [C] থুকিদিডিস [D] এডমন্ড বার্ক |
উত্তর দেখুন : ই .এইচ .কার |