Group D Exam GK MCQ Questions and Answers – Practice for Success
ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত Group D পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় প্রতিটি পরীক্ষাতেই GK থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় — যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরিবেশ, রাজনীতি, এবং চলতি ঘটনা সংক্রান্ত প্রশ্ন।
এই পোস্টে দেওয়া হলো Group D GK MCQ Questions and Answers যেগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক।
Questions At A Glance
✅ AIDS বা HIV ভাইরাস কোন ধরনের ভাইরাস?
✅ কোন প্রাণীতে রুমিনেটিং পাকস্থলী বা জাবর কাটার বৈশিষ্ট্য দেখা যায়?
✅ শ্বসনে সাইটোসলে কোন প্রক্রিয়া সংঘটিত হয়?
✅ এন্থেরা আসামা থেকে সংগৃহীত রেশমকে কী বলা হয়?
✅ ক্ল্যাডোগ্রাম কোন সম্পর্ক ব্যাখ্যা করে?
✅ বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় Rhinoceros unicornis কোন তালিকায় অন্তর্ভুক্ত?