WBSSC SLST PT প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ
সম্প্রতি কোন ইউরোপিয়ান দেশে নতুন মিশন শুরু করলো ভারত?
বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ ‘White Dragon’, কোন দেশে চালু করা হলো ?
World Press Freedom Day পালন করা হয় কবে ?
2022 World Snooker Championship জিতলেন Ronnie O Sullivan তিনি কোন দেশের খেলোয়াড় ?
কাঙ্গার ঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
সম্প্রতি কোথায় যৌথভাবে Mobile Container Hospital-এর উদ্বোধন করলো RailTel ও WHO ?
বেদের শেষ ভাগের নাম কি ?
একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো ? ?
বিশ্বের প্রথম উদ্ভিজ্জ করোনা ভ্যাকসিন Covifenz তৈরি করেছে Medicago, এটি কোন দেশের কোম্পানি ? ?
সম্প্রতি কোন দেশের ওয়ানডে ও টি-২০ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন Nicholas Pooran ?
1 হরিয়ানার জন্য Khelo India Youth Games 2021-এর ম্যাসকট কোনটি?
[A] Dhakad
[B] Shera
[C] Binny
[D] Joy
ANS :
2 কিছু লোক একটি কাজ 60 দিনে করে। 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল ?
[A] 35
[B] 40
[C] 45
[D] 50
ANS :
3 কোন রাজ্যে, কয়না জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত?
[A] মহারাষ্ট্র।
[B] বিহার।
[C] তামিলনাড়ু।
[D] অন্ধ্রপ্রদেশ।
ANS :
4 মানুষের জিহ্বায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে ?
[A] থিয়ামিন
[B] রাইবোফ্লাভিন
[C] বায়োটিন
[D] প্যান্টোথেনিক অ্যাসিড
ANS :
5 2022 World Press Freedom Index-এ ভারতের স্থান কত?
[A] ১১০
[B] ১৫০
[C] ১৫৬
[D] ১২৯
ANS :
6 প্রাচীনতম সক্রিয় শোধনাগার কোথায় অবস্থিত?
[A] বাহামা
[B] বসরা।
[C] ডিগবয়।
[D] টেক্সাস।
ANS :
7 Tata Motors কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
[A] সত্য ইস্বরণ
[B] এস. নটরাজন
[C] সমরেশ ঘোরুই
[D] ওম প্রকাশ ভট্ট
ANS :
8 সম্প্রতি শিখদের ইতিহাসের ৩টি বই ব্যান করলো কোন রাজ্যের শিক্ষা বোর্ড?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] অন্ধ্রপ্রদেশ
[D] রাজস্থান
ANS :
9 ভারতের প্রথম Flow Chemistry Technology Hub কোথায় তৈরি করা হলো?
[A] হায়দ্রাবাদ
[B] কলকাতা
[C] গুয়াহাটি
[D] বেঙ্গালুরু
ANS :
10 নামদাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
[A] অরুণাচল প্রদেশ
[B] রাজস্থান
[C] মধ্যপ্রদেশ
[D] ঝাড়খণ্ড
ANS :