WBSSC প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ
ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ?
২০০ মিটার দৌড়ে বিশ্বে দ্রুততম চতুর্থ ব্যক্তি হলেন Erriyon Knighton, তিনি কোন দেশের নাগরিক?
কোন দেশে মেডিকেল যন্ত্রপাতি পৌঁছানোর জন্য Mission Sagar IX লঞ্চ করেছিল ইন্ডিয়ান নেভি ?
?
অপারেশন সতর্ক অপারেশন জাগো অপারেশন হুঁশিয়ার অপারেশন ট্যাকেল অপারেশন সতর্ক ?
অরুণাচল প্রদেশ লাদাখ জম্মু-কাশ্মীর কেরালা লাদাখ ?
তেলেঙ্গানা মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ?
ধান গম চা কার্পাস কার্পাস ?
1 ২০০ মিটার দৌড়ে বিশ্বে দ্রুততম চতুর্থ ব্যক্তি হলেন Erriyon Knighton, তিনি কোন দেশের নাগরিক ?
[A] জাপান
[B] অস্ট্রেলিয়া
[C] জ্যামাইকা
[D] আমেরিকা
ANS :
2 কোন সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে ?
[A] 24
[B] 26
[C] 30
[D] 40
ANS :
3 সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে ?
[A] 180
[B] 320
[C] 360
[D] 410
ANS :
4 কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 21000 টাকা হলে, ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য হল –
[A] 14000 টাকা
[B] 16000 টাকা
[C] 19000 টাকা
[D] 28000 টাকা
ANS :
5 সম্প্রতি কোথায় গ্লোবাল বিজনেস সামিট JITO Connect 2022-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ?
[A] তেলেঙ্গানা
[B] মহারাষ্ট্র
[C] কর্ণাটক
[D] অন্ধ্রপ্রদেশ
ANS :
6 মদ্য পানীয়, জাল নোট, তামাকজাত দ্রব্য এবং অবৈধ জিনিসপত্র পরিবহনের বিরুদ্ধে কোন অপারেশন লঞ্চ করলো রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ?
[A] অপারেশন সতর্ক
[B] অপারেশন জাগো
[C] অপারেশন হুঁশিয়ার
[D] অপারেশন ট্যাকেল
ANS :
7 কোন ফসলকে বীজতন্তু বলা হয় ?
[A] ধান
[B] গম
[C] চা
[D] কার্পাস
ANS :
8 ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ?
[A] পেলেগ্রা
[B] রিকেট
[C] ডায়াবেটিস
[D] টিটেনি
ANS :
9 কোন দেশে মেডিকেল যন্ত্রপাতি পৌঁছানোর জন্য Mission Sagar IX লঞ্চ করেছিল ইন্ডিয়ান নেভি?
[A] মালয়েশিয়া
[B] ইন্দোনেশিয়া
[C] শ্রীলঙ্কা
[D] ভিয়েতনাম
ANS :
10 সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ভারতে সর্বাধিক লিঙ্গানুপাত লক্ষ্য করা গেছে কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে ?
[A] অরুণাচল প্রদেশ
[B] লাদাখ
[C] জম্মু-কাশ্মীর
[D] কেরালা
ANS :