প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ কারেন্ট অ্যাফেয়ার্স
সম্প্রতি ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল কোন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?
সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা কোন রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ?
কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন Yoshihide Suga ?
সম্প্রতি অবসর ঘোষণাকারী Stuart Binny, কোন খেলার সঙ্গে যুক্ত ?
উড়িষ্যা সরকারের দ্বারা Biju Patnaik Sports Award-এ সম্মানিত হলেন কোন হকি খেলোয়াড় ?
HSBC Asia-র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে ?
Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে ?
প্রথম কোন ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Member হিসেবে অন্তর্ভুক্ত হলেন ?
IRDAI-এর থেকে ইন্স্যুরেন্স ব্রকিং লাইসেন্স পেল কোন কোম্পানী ?
Indira Gandhi Center for Atomic Research- এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে ?
1 সম্প্রতি ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল কোন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?
[A] Equitas Small Finance Bank
[B] SBI
[C] HDFC Bank
[D] ICICI Bank
ANS :
2 কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন Yoshihide Suga ?
[A] সিঙ্গাপুর
[B] থাইল্যান্ড
[C] চীন
[D] জাপান
ANS :
3 প্রথম কোন ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Member হিসেবে অন্তর্ভুক্ত হলেন ?
[A] অন্সুমান চক্রবর্তী
[B] দর্জে আংচুক
[C] সৌরভ গাঙ্গুলি
[D] সুরেশ লাল বাজপায়ী
ANS :
4 Indira Gandhi Center for Atomic Research- এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] মুকেশ কুমার
[B] সুরেশ সেন
[C] চন্দ্র শেখর রাও
[D] ড. বালা শুভ্রমনিয়ান ভেঙ্কটরমন
ANS :
5 সম্প্রতি অবসর ঘোষণাকারী Stuart Binny, কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ফুটবল
[B] ক্রিকেট
[C] হকি
[D] টেবিল টেনিস
ANS :
6 সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা কোন রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ?
[A] উত্তরপ্রদেশ
[B] মহারাষ্ট্র
[C] হরিয়ানা
[D] রাজস্থান
ANS :
7 Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে ?
[A] বিকাশ পাত্র
[B] জে.বি মহাপাত্র
[C] কৈলাশ দত্ত
[D] মহাদেব মোদী
ANS :
8 IRDAI-এর থেকে ইন্স্যুরেন্স ব্রকিং লাইসেন্স পেল কোন কোম্পানী ?
[A] BharatPay
[B] Google Pay
[C] Paytm
[D] Phonepe
ANS :
9 উড়িষ্যা সরকারের দ্বারা Biju Patnaik Sports Award-এ সম্মানিত হলেন কোন হকি খেলোয়াড় ?
[A] সুজয় সিং
[B] অমিত রহিদাস
[C] সানপ্রীত সিং
[D] গুরপ্রীত সিং
ANS :
10 HSBC Asia-র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] সুরেশ কুমার চৌধুরী
[B] অমিত দত্ত
[C] রাজনিস কুমার
[D] সুরেশ ধর
ANS :