প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ কারেন্ট অ্যাফেয়ার্স
6th Exercise Peaceful Mission 2021হোস্ট করলো কোন দেশ ?
ভারতের প্রথম নিউক্লিয়ার-মিসাইল ট্র্যাকিং জাহাজটির নাম কী ?
US Open 2021 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে ?
Indian National Space Promotion Authorization Centre (In-SPACe)-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কে ?
সম্প্রতি ড. সমীর শর্মা কোন রাজ্যের চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন ?
ভারতের কোন রাজ্যে প্রথম ড্রোনের মাধ্যমে করোনা ভ্যাকসিন, ঔষধপত্র ডেলিভারির ট্রায়াল করা হবে ?
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় কবে ?
Tata AIA Life Insurance-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অলিম্পিক জয়ী ?
Asian Organization of Supreme Audit Institutions (ASOSAI)-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ?
ভারতে প্রথম ইমারজেন্সি ল্যান্ডিং ফেসিলিটির উদ্বোধন করা হলো কোন রাজ্যের জাতীয় সড়কে ?
1 Tata AIA Life Insurance-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অলিম্পিক জয়ী ?
[A] রবি কুমার দহিয়া
[B] নিরাজ চোপড়া
[C] মীরা বাই চানু
[D] প্রমোদ ভগৎ
ANS :
2 ভারতের প্রথম নিউক্লিয়ার-মিসাইল ট্র্যাকিং জাহাজটির নাম কী ?
[A] সংঘাত
[B] সংকল্প
[C] ধ্রুব
[D] পৃথ্বী
ANS :
3 ভারতের কোন রাজ্যে প্রথম ড্রোনের মাধ্যমে করোনা ভ্যাকসিন, ঔষধপত্র ডেলিভারির ট্রায়াল করা হবে ?
[A] তেলেঙ্গানা
[B] দিল্লি
[C] কর্ণাটক
[D] মহারাষ্ট্র
ANS :
4 Asian Organization of Supreme Audit Institutions (ASOSAI)-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ?
[A] কে.কে. মেনন
[B] নরেন্দ্র মোদী
[C] অভিজিৎ ব্যানার্জি
[D] গিরীশ চন্দ্র মুর্মু
ANS :
5 6th Exercise Peaceful Mission 2021হোস্ট করলো কোন দেশ ?
[A] রাশিয়া
[B] চীন
[C] ভারত
[D] জাপান
ANS :
6 Indian National Space Promotion Authorization Centre (In-SPACe)-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কে ?
[A] কে. সীভান
[B] পবন গোয়েঙ্কা
[C] নিলয় প্যাটেল
[D] বুদ্ধদেব মহাপাত্র
ANS :
7 আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় কবে ?
[A] 10ই সেপ্টেম্বর
[B] 11ই অক্টোবর
[C] 15ই সেপ্টেম্বর
[D] 20শে সেপ্টেম্বর
ANS :
8 US Open 2021 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে ?
[A] Novak Djokovic
[B] Daniil Medvedev
[C] Alexander Zverev
[D] Matteo Berrettini
ANS :
9 ভারতে প্রথম ইমারজেন্সি ল্যান্ডিং ফেসিলিটির উদ্বোধন করা হলো কোন রাজ্যের জাতীয় সড়কে ?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] কর্ণাটক
[D] রাজস্থান
ANS :
10 সম্প্রতি ড. সমীর শর্মা কোন রাজ্যের চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন ?
[A] গুজরাট
[B] তামিলনাড়ু
[C] ঝাড়খণ্ড
[D] অন্ধ্রপ্রদেশ
ANS :