রোগাক্রান্ত কোষকে ধ্বংস করতে পারে কোনটি ?
ডাক্তারের ধারণা আশরাফের পিত্তথলিতে সমস্যা রয়েছে। তিনি কীভাবে এ ব্যপারে নিশ্চিত হতে পারেন ?
MRI এর পূর্ণরূপ কী ?
হাড়ের কোন উপাদান এক্সরেকে অনেকাংশে শোষণ করে ?
সিটি স্ক্যানে আলোর কোন ধর্মের সাহায্যে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয় ?
জীবদেহ গঠিত- কোষ দ্বারা মাটি দ্বারা পানি দ্বারা বায়ু দ্বারা কোষ দ্বারা ?
টেলিস্কোপ মাইক্রোস্কোপ অপটিক্যাল ফাইবার আতশী কাঁচ অপটিক্যাল ফাইবার ?
রেডিওথেরাপি কেমোথেরাপি এন্ডোস্কোপি এনজিওগ্রাফি এন্ডোস্কোপি • ?
মলিবডেনাম টাংস্টেন প্লাটিনাম ইরিডিয়াম টাংস্টেন ?
নিউটন আইনস্টাইন রনজেন বেকেরেল রনজেন ?
1 রোগাক্রান্ত কোষকে ধ্বংস করতে পারে কোনটি ?
[A] এক্সরে
[B] আলোক রশ্মি
[C] আল্ট্রাসনোগ্রাফি
[D] সিটিস্ক্যান
ANS :
2 সিটি স্ক্যানে আলোর কোন ধর্মের সাহায্যে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয় ?
[A] প্রতিফলন
[B] ব্যাতিচার
[C] ঋজুগতি
[D] প্রতিসরণ
ANS :
3 এন্ডোস্কোপিতে কী ব্যবহার করা হয় ?
[A] টেলিস্কোপ
[B] মাইক্রোস্কোপ
[C] অপটিক্যাল ফাইবার
[D] আতশী কাঁচ
ANS :
4 ডাক্তারের ধারণা কোনো এক ব্যক্তির পিত্তথলিতে সমস্যা রয়েছে তিনি কীভাবে এ ব্যপারে নিশ্চিত হতে পারেন ?
[A] এক্সরে পরীক্ষা দ্বারা
[B] অপারেশন করে
[C] কেমোথেরাপি প্রয়োগ করে
[D] আল্ট্রাসনোগ্রাফির সাহায্যে
ANS :
5 এক্সরেতে কোন ধাতুর কুন্ডলী থাকে যা থেকে ইলেকট্রন নির্গত হয় ?
[A] মলিবডেনাম
[B] টাংস্টেন
[C] প্লাটিনাম
[D] ইরিডিয়াম
ANS :
6 কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন ?
[A] নিউটন
[B] আইনস্টাইন
[C] রনজেন
[D] বেকেরেল
ANS :
7 বুকে, পেটে ব্যাথা হওয়ার ঝুঁকি থাকে কোন পরীক্ষায় ?
[A] রেডিওথেরাপি
[B] কেমোথেরাপি
[C] এন্ডোস্কোপি
[D] এনজিওগ্রাফি
ANS :
8 জীবদেহ গঠিত নিচের কোনটির দ্বারা ?
[A] কোষ দ্বারা
[B] মাটি দ্বারা
[C] পানি দ্বারা
[D] বায়ু দ্বারা
ANS :
9 হাড়ের কোন উপাদান এক্সরেকে অনেকাংশে শোষণ করে ?
[A] ফসফরাস
[B] সোডিয়াম
[C] পটাশিয়াম
[D] ক্যালসিয়াম
ANS :
10 MRI এর পূর্ণরূপ কী ?
[A] Manual Reporting Index
[B] Monthy Report of Ignorance
[C] Magnetic Resonance Imaging
[D] Magnetic Recording Instrument
ANS :