প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে performance grading Index-এ শীর্ষস্থানে আছে কোন রাজ্য ?
পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো কোন সিনেমা ?
রাইমনা রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যের ষষ্ঠ ন্যাশনাল পার্ক হিসাবে নামাঙ্কিত হলো ?
অক্সিজেন কনসেনট্রেটর হোম ডেলিভারি দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য ?
ভারতের MSME সেক্টরকে সাহায্য করতে কত মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করলো বিশ্ব ব্যাঙ্ক ?
Petroleum and Natural Gas Regulatory Board (PNGRB)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে ?
76th United Nations General Assembly-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন Abdullah Shahid, তিনি কোন দেশের বিদেশ মন্ত্রী ?
ভারতের জন্য ফেসবুকের Grievance Officer হিসাবে নিযুক্ত হলেন কে ?
National Commodity and Derivatives Exchange(NCDEX) এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে শপথ গ্রহণ করলেন কে ?
1 বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে performance grading Index-এ শীর্ষস্থানে আছে কোন রাজ্য ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] গুজরাট
[D] পাঞ্জাব
ANS :
2 রাইমনা রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যের ষষ্ঠ ন্যাশনাল পার্ক হিসাবে নামাঙ্কিত হলো ?
[A] পশ্চিমবঙ্গ
[B] আসাম
[C] অন্ধ্রপ্রদেশ
[D] গুজরাট
ANS :
3 পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো কোন সিনেমা ?
[A] Water Burial
[B] Super Nature
[C] Jaganna Env
[D] Sick Water
ANS :
4 প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] রাজস্থান
[C] হরিয়ানা
[D] পাঞ্জাব
ANS :
5 National Commodity and Derivatives Exchange(NCDEX) এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে শপথ গ্রহণ করলেন কে ?
[A] অজয় শেঠ
[B] অরুণ রাস্তে
[C] বিনোদ আপ্তে
[D] মনিদিপা রায়
ANS :
6 অক্সিজেন কনসেনট্রেটর হোম ডেলিভারি দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য ?
[A] হরিয়ানা
[B] মধ্যপ্রদেশ
[C] উড়িষ্যা
[D] অসম
ANS :
7 76th United Nations General Assembly-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন Abdullah Shahid, তিনি কোন দেশের বিদেশ মন্ত্রী ?
[A] সিঙ্গাপুর
[B] মালদ্বীপ
[C] সৌদি আরব
[D] মালয়শিয়া
ANS :
8 ভারতের জন্য ফেসবুকের Grievance Officer হিসাবে নিযুক্ত হলেন কে ?
[A] শ্যাম বি লাল
[B] স্পূর্থি প্রিয়া
[C] সানমুখ নারায়ানা
[D] বিজয় শেখর ব্যানার্জী
ANS :
9 Petroleum and Natural Gas Regulatory Board (PNGRB)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে ?
[A] সন্দীপ কুমার ঘোষ
[B] মৃণালিনি ঘোষ
[C] সঞ্জীব নন্দন সাহাই
[D] গোবিন্দ চন্দ্র কর্মকার
ANS :
10 ভারতের MSME সেক্টরকে সাহায্য করতে কত মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করলো বিশ্ব ব্যাঙ্ক ?
[A] ১০০ মিলিয়ন
[B] ৩০০ মিলিয়ন
[C] ৪৫০ মিলিয়ন
[D] ৫০০ মিলিয়ন
ANS :