প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ কারেন্ট অ্যাফেয়ার্স
বিভিন্ন ধরনের পিঠে বিক্রি করার জন্য "Pitha on Wheels" ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে ?
The Nutmegs Curse শিরোনামে বই লিখলেন কে ?
2021 Land for Life Award জিতলো পরিবেশ বিষয়ক সংস্থা Familial Forestry, এটি কোন রাজ্যে অবস্থিত ?
গ্রামীণ সম্পত্তির সমীক্ষা করতে Survey of India-র সাথে MoU স্বাক্ষর করলো কোন রাজ্য ?
জি. আই ট্যাগ প্রাপ্ত কোন জাতের কলা দুবাইয়ে রপ্তানি করলো ভারত ?
সম্প্রতি কোন দেশে মহাত্মা গান্ধী লাইব্রেরীর উদ্বোধন করা হলো ?
সম্প্রতি Poland open এ সোনা জিতলো কোন ভারতীয় মহিলা কুস্তিগীর ?
কোন রাজ্যের ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলে অন্তর্ভুক্ত হচ্ছেন এস্থার ডাফলো এবং রঘুরাম রাজন ?
বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) হাইলেভেল অ্যাডভাইসরি গ্রুপের সদস্য হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ?
1 সম্প্রতি কোন দেশে মহাত্মা গান্ধী লাইব্রেরীর উদ্বোধন করা হলো ?
[A] ইরান
[B] কেনিয়া
[C] ইতালী
[D] ইন্দোনেশিয়া
ANS :
2 কোন রাজ্যের ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলে অন্তর্ভুক্ত হচ্ছেন এস্থার ডাফলো এবং রঘুরাম রাজন ?
[A] কেরালা
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] তামিলনাড়ু
ANS :
3 বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে ?
[A] সন্দীপ বক্সি
[B] চন্দ্র শেখর ঘোষ
[C] প্রশান্ত কুমার
[D] গিরিশ চন্দ্র রায়
ANS :
4 জি. আই ট্যাগ প্রাপ্ত কোন জাতের কলা দুবাইয়ে রপ্তানি করলো ভারত ?
[A] সিঙ্গাপুরী
[B] জালগাঁও
[C] জাব কাঁঠালী
[D] অমৃত সাগর
ANS :
5 বিভিন্ন ধরনের পিঠে বিক্রি করার জন্য "Pitha on Wheels" ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
[A] আসাম
[B] পশ্চিমবঙ্গ
[C] ত্রিপুরা
[D] উড়িষ্যা
ANS :
6 2021 Land for Life Award জিতলো পরিবেশ বিষয়ক সংস্থা Familial Forestry, এটি কোন রাজ্যে অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশ
[B] রাজস্থান
[C] গুজরাট
[D] বিহার
ANS :
7 গ্রামীণ সম্পত্তির সমীক্ষা করতে Survey of India-র সাথে MoU স্বাক্ষর করলো কোন রাজ্য ?
[A] গুজরাট
[B] নাগাল্যান্ড
[C] অন্ধ্রপ্রদেশ
[D] আসাম
ANS :
8 সম্প্রতি Poland open এ সোনা জিতলো কোন ভারতীয় মহিলা কুস্তিগীর ?
[A] অংশ মালিক
[B] ভিনেশ ফোগাত
[C] সাক্ষী মালিক
[D] ববিতা কুমারী
ANS :
9 বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) হাইলেভেল অ্যাডভাইসরি গ্রুপের সদস্য হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ?
[A] নির্মলা সিথারামন
[B] অমর্ত্য সেন
[C] মনতেক সিং আহলুয়ালিয়া
[D] কৃষ্ণা রেড্ডি
ANS :
10 The Nutmegs Curse শিরোনামে বই লিখলেন কে ?
[A] অরুন্ধতী রায়
[B] ঝুম্পা লাহিড়ী
[C] কবিতা পাল
[D] অমিতাভ ঘোষ
ANS :