প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
2021 Nature TTL Photography Awards জিতলো কোন ভারতীয় বংশোদ্ভূত ফটোগ্রাফার ?
World Oceans Day পালন করা হয় কবে ?
বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে ?
বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি করতে চলেছে কোন দেশ ?
মে মাসে মহিলা বিভাগে ICC Player of the Month Award জিতলেন Kathryn Bryce, তিনি কোন দেশের ক্রিকেটার ?
২০২৩ সাল পর্যন্ত International Cricket Council (ICC)-এর অফিসিয়াল পার্টনার হলো কোন ডিজিটাল পেমেন্টে কোম্পানী ?
Fengyun-4B নামে ওয়েদার স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ ?
পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো কোন সিনেমা ?
ভারতরত্ন ও পদ্ম পুরস্কারের মতো রাজ্যস্তরে নিজস্ব পুরস্কার প্রদান করবে কোন রাজ্য ?
1 ২০২৩ সাল পর্যন্ত International Cricket Council (ICC)-এর অফিসিয়াল পার্টনার হলো কোন ডিজিটাল পেমেন্টে কোম্পানী ?
[A] Phonepe
[B] Bharatpe
[C] Google Pay
[D] BHIM
ANS :
2 বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে ?
[A] সন্দীপ বক্সি
[B] চন্দ্র শেখর ঘোষ
[C] প্রশান্ত কুমার
[D] গিরিশ চন্দ্র রায়
ANS :
3 World Oceans Day পালন করা হয় কবে ?
[A] ৮ই মার্চ
[B] ৮ই জুন
[C] ১২ই এপ্রিল
[D] ৫ই জুন
ANS :
4 2021 Nature TTL Photography Awards জিতলো কোন ভারতীয় বংশোদ্ভূত ফটোগ্রাফার ?
[A] থমাস বিজয়ন
[B] পিনারায়ী বিজয়ন
[C] ডেভিড ডায়োপ
[D] এদের কেউ নন
ANS :
5 ভারতরত্ন ও পদ্ম পুরস্কারের মতো রাজ্যস্তরে নিজস্ব পুরস্কার প্রদান করবে কোন রাজ্য ?
[A] পশ্চিমবঙ্গ
[B] আসাম
[C] ত্রিপুরা
[D] উড়িষ্যা
ANS :
6 প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
[A] উত্তরপ্রদেশ
[B] ছত্তিশগড়
[C] হরিয়ানা
[D] রাজস্থান
ANS :
7 পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো কোন সিনেমা ?
[A] Water Burial
[B] Sick Water
[C] Jaganna Env
[D] Super Nature
ANS :
8 মে মাসে মহিলা বিভাগে ICC Player of the Month Award জিতলেন Kathryn Bryce, তিনি কোন দেশের ক্রিকেটার ?
[A] ইংল্যান্ড
[B] অস্ট্রেলিয়া
[C] নিউজিল্যান্ড
[D] স্কটল্যান্ড
ANS :
9 বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি করতে চলেছে কোন দেশ ?
[A] ডেনমার্ক
[B] মেক্সিকো
[C] ইন্দোনেশিয়া
[D] নরওয়ে
ANS :
10 Fengyun-4B নামে ওয়েদার স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ ?
[A] ইজরায়েল
[B] ব্রাজিল
[C] রাশিয়া
[D] চীন
ANS :