লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় ? দিল্লী কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ? গান্ধিজির রাজনৈতিক গুরু করে ছিলেন? অর্থনীতি হলো ? দাঁতের ক্ষয় রোধ করে ? পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় ? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? ভারতীয় জাতীয় কংগ্রেস কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল ? খাদ্য ও কৃষি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় ?
1 কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ?
[A] 1921 সালে
[B] 1925 সালে
[C] 1930 সালে
[D] 1932 সালে
ANS : 1925 সালে
2 ভারতীয় জাতীয় কংগ্রেস কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল ?
[A] মুম্বাই
[B] দিল্লি
[C] কলকাতা
[D] মাদ্রাজ
ANS : মুম্বাই
3 অর্থনীতি হলো ?
[A] প্রাকৃতিক বিজ্ঞান
[B] ভৌতবিজ্ঞান
[C] কলা বিজ্ঞান
[D] কোনটাই নয়
ANS : কলা বিজ্ঞান
4 দাঁতের ক্ষয় রোধ করে ?
[A] কার্বনেট
[B] ক্লোরাইড
[C] সালফেট
[D] সোডিয়াম
ANS : ক্লোরাইড
5 পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় ?
[A] 1948
[B] 1949
[C] 1950
[D] 1951
ANS : 1950
6 দিল্লী কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ?
[A] 1957 সালে
[B] 1959 সালে
[C] 1961 সালে
[D] 1971 সালের
ANS : 1957 সালে
7 গান্ধিজির রাজনৈতিক গুরু করে ছিলেন ?
[A] লর্ড মাউন্ট ব্যাটেন
[B] জহর লাল নেহেরু
[C] গোপালকৃষ্ণ গোখলে
[D] সর্দার বল্লভ ভাই প্যাটেল
ANS : গোপালকৃষ্ণ গোখলে
8 লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় ?
[A] সিলভাসা
[B] কাভারাত্তি
[C] পন্ডিচেরি
[D] দিউ
ANS : কাভারাত্তি
9 খাদ্য ও কৃষি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় ?
[A] প্রথম বিশ্বযুদ্ধের সময়
[B] দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
[C] পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়
[D] কোনটাই নয়
ANS : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
10 হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
[A] সিমলা
[B] নৈনিতাল
[C] দার্জিলিং
[D] দেরাদুন
ANS : দার্জিলিং