আবিষ্কৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কত ? জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায় ? ওয়ার্ল্ড AIDS ডে কবে পালিত হয়? নাড়ীর স্বাভাবিক স্পন্দন ? উত্তর গোলার্ধের দিন সব চেয়ে বড় হয় ? অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা ? টিউলিপ টমেটো লাউ কোনটাই নয় লাউ ? কৃত্তিম বীজ তৈরিতে কিসের প্রলেপ দেওয়া হয় ? মাশরুম কি ? ফল বীজকে কি করে ?
1 উত্তর গোলার্ধের দিন সব চেয়ে বড় হয়
[A] 21 শে মার্চ
[B] 21জুন
[C] 22 শে ডিসেম্বর
[D] 23 সেপ্টেম্বর
ANS :
2 অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা ?
[A] খারোস্থি
[B] পালি
[C] সংস্কৃত
[D] উর্দু
ANS :
3 জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায় ?
[A] অভিস্রবন
[B] ব্যাপন
[C] উর্ধপতন
[D] শোষণ
ANS :
4 ওয়ার্ল্ড AIDS ডে কবে পালিত হয় ?
[A] ১ ডিসেম্বর
[B] ১ জানুয়ারী
[C] ১ মার্চ
[D] ১ সেপ্টেম্বর
ANS :
5 আবিষ্কৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কত ?
[A] ২১
[B] ২৬
[C] ২৮
[D] ২৯
ANS :
6 হাইপোগাইনাস ফুল নয় কোনটি ?
[A] টিউলিপ
[B] টমেটো
[C] লাউ
[D] কোনটাই নয়
ANS :
7 ফল বীজকে কি করে ?
[A] নষ্ট করে
[B] সুরক্ষিত করে
[C] আঘাত করে
[D] গাছ সৃষ্টি তে সাহায্য করে
ANS :
8 নাড়ীর স্বাভাবিক স্পন্দন ?
[A] 72/m
[B] 80/m
[C] 120/m
[D] 125/m
ANS :
9 কৃত্তিম বীজ তৈরিতে কিসের প্রলেপ দেওয়া হয় ?
[A] সোডিয়াম এলজিনেট
[B] সোডিয়াম সাইট্রেট
[C] সোডিয়াম কার্বনেট
[D] সোডিয়াম নাইট্রেট
ANS :
10 মাশরুম কি ?
[A] এক ধরণের ব্যাকটেরিয়া
[B] এক ধরণের ফাঙ্গাস
[C] এক ধরণের বীজ
[D] এক ধরণের ফল
ANS :