Important General Knowledge (GK) MCQ In Bengali Part 43 |
1 পোস্ট অফিস বইটির লেখক কে ?
[A] কাজী নজরুল ইসলাম
[B] সুকান্ত ভট্টাচার্য
[C] শিশিরকুমার ভাদুড়ী
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
ANS :
2 আমজাদ আলী খানের নাম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
[A] ভায়োলিন
[B] সেতার
[C] বিনা
[D] সরোদ
ANS :
3 কালিদাস কার সভাকবি ছিলেন ?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[C] আকবর
[D] সমুদ্র গুপ্ত
ANS :
4 কোন বছর প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল ?
[A] 776 খ্রিস্টপূর্বাব্দে
[B] 1789 খ্রিস্টাব্দে
[C] 1875 খ্রিস্টাব্দে
[D] 875 খ্রিস্টপূর্বাব্দে
ANS :
5 কোলার স্বর্ণ খনি কোন রাজ্যে অবস্থিত ?
[A] কর্ণাটক
[B] সিকিম
[C] কেরল
[D] অন্ধ্রপ্রদেশ
ANS :
6 মোহিনীয়াট্যম নাচটি কোন ভগবান উৎসর্গা করা হয় ?
[A] বিষ্ণু
[B] শিব
[C] ব্রহ্মা
[D] ত্রিদেব
ANS :
7 মরা কোটাল হয় কবে ?
[A] অষ্টমী তিথিতে
[B] অমাবস্যা তিথিতে
[C] পূর্ণিমা তিথিতে
[D] কোনোটাই নয়
ANS :
8 অলিম্পিক বল এর লাল রং কোন মহাদেশকে নির্দেশ করে ?
[A] ইউরোপ
[B] এশিয়া
[C] আমেরিকা
[D] আফ্রিকা
ANS :
9 1901 সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেয়া হয়নি ?
[A] সাহিত্য
[B] অর্থনীতি
[C] বিজ্ঞান
[D] কোনোটিই নয়
ANS :
10 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
[A] কৃষ্ণা
[B] গোদাবরী
[C] নর্মদা
[D] কাবেরী
ANS :