Biology ( জীববিজ্ঞান | জীববিদ্যা ) Questions Answers MCQ Part 34 |
1 প্রাণীদেহে হরমোন কি ধরনের সমন্বয়কারী ?
[A] ভৌত সমন্বয়কারী
[B] রাসায়নিক সমন্বয়কারী
[C] ভৌত ও রাসায়নিক সমন্বয়কারী
[D] কোনটাই নয়
ANS :
2 অ্যানটনি লিভেনহিক কোথায় জন্মগ্রহণ করেন ?
[A] 1514 খিস্টাব্দে ব্রুসেল্স শহরে
[B] 1514 খিস্টাব্দে আমেরিকার নিউইয়র্কে
[C] 1632 খিস্টাব্দে হলান্ডের ডেলফোট শহরে
[D] 1733 খিস্টাব্দে ফিলহেড শহরে
ANS :
3 স্যার হ্যান্স ক্রেবস কোন যন্ত্রের সাহায্যে সাইট্রিক অ্যাসিড চক্র আবিস্কার করেন ?
[A] বকযন্ত্র
[B] অক্সিলোমিটার
[C] হাইগ্রমিটার
[D] ওয়ারবার্গ
ANS :
4 সর্বপ্রথম মাছির পা ও ডানার গঠন সম্পর্কে আলোক পাত করেন কে ?
[A] জোসেফ প্রিস্তলে
[B] লিনিয়াস
[C] ভেসালিয়াস
[D] রবার্ট হুক
ANS :
5 খাদ্যবস্তু নষ্ট করার পেছনে যে জীবানুর ভূমিকা আছে সেটা প্রমান করেন কে ?
[A] লুই পাস্তুর
[B] স্লেইডেন
[C] মেন্ডেল
[D] এডওয়ার্ড জেনার
ANS :
6 মিউটেশান তত্বের প্রবক্তা কে ?
[A] প্যাভলভ
[B] আর্নস্ট হেকেল
[C] হুগো দ্যা ভ্রীস
[D] আচার্য জগদীস চন্দ্র বসু
ANS :
7 জলাতঙ্কের টিকা কে আবিস্কার করেন ?
[A] স্লেইডেন
[B] লুই পাস্তুর
[C] আচার্য জগদীস চন্দ্র বোস
[D] এডওয়ার্ড জেনার
ANS :
8 ফিক্সড এয়ার প্রস্তুত করেন কে ?
[A] রবার্ট হুক
[B] ল্যামার্ক
[C] লিনিয়াস
[D] জোসেফ প্রিস্তলে
ANS :
9 উদ্ভিদের হরমনের উত্স স্থল হলো ?
[A] হরমনগ্রন্থী
[B] ভাজককলা
[C] অক্সিনগ্রন্থী
[D] কোনোটাই নয়
ANS :
10 অ্যানটনি লিভেনহিক কোথাকার বিজ্ঞানী ছিলেন
[A] আমেরিকান বিজ্ঞানী
[B] ব্রিটিস বিজ্ঞানী
[C] সুইডিস বিজ্ঞানী
[D] ডাচ বিজ্ঞানী
ANS :