1 ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় – তা কোনটির অন্তর্গত?
[A] ক্যাবিনেট মিশন প্ল্যান ১৯৪৬
[B] ভারতের স্বাধীনতা আইন ১৯৪৭
[C] অন্তর্বর্তী সরকারের প্রস্তাব
[D] ভারতীয় জাতীয় কংগ্রেস
ANS :
2 ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা আছে ?
[A] ৫১ তম
[B] ৫২ তম
[C] ৫৩ তম
[D] ৫৪ তম
ANS :
3 ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে ?
[A] পাঞ্জাব
[B] হিমাচল প্রদেশ
[C] কেরালা
[D] কর্ণাটক
ANS :
4 সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্লানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল?
[A] ৩৮৯ জন
[B] ৪১১ জন
[C] ২৯৮ জন
[D] ৪৮৭ জন
ANS :
5 M.L.A এর পুরো অর্থ হলো
[A] Member of Local Area
[B] Member of Leadership Area
[C] Member of Legal Assembly
[D] Member of Legislative Assembly
ANS :
6 নিম্নলিখিত কোন রিটের মাথ্যমে আদালত বন্দি ব্যক্তিকে মুক্তি দিতে পারে?
[A] হেবিয়াস করপাস
[B] ম্যান্দামাস
[C] প্রহিবিশন
[D] কুও-ওয়ারেন্টও
ANS :
7 ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল ?
[A] ১৯৬০
[B] ১৯৬২
[C] ১৯৪৮
[D] ১৯৭১
ANS :
8 নীচের কোনটি ভারতীয় সংবিধানকে সবথেকে বেশি প্রভাবিত করেছে?
[A] ভারত সরকার আইন, ১৯৩৫
[B] U. S. সংবিধান
[C] UN চার্টার
[D] রাশিয়ার সংবিধান
ANS :
9 সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
[A] ৫৬ তম
[B] ৭৩ তম
[C] ৭৪ তম
[D] ৭৬ তম
ANS :
10 গ্রামসভা গঠন আবশ্যিক করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
[A] ৭১
[B] ৭২
[C] ৭৩
[D] ৭৪
ANS :