Indian Constitution Questions for WBCS | RRB | SSC | PSC - Part 15 |
1 রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ
[A] ৩ বৎসর
[B] ৪ বৎসর
[C] ৫ বৎসর
[D] ৬ বৎসর
ANS :
2 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে?
[A] ৪০
[B] ৪১
[C] ৪২
[D] ৪৪
ANS :
3 কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
[A] আমেরিকা
[B] ব্রিটেন
[C] কানাডা
[D] ভারত
ANS :
4 ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার অনুমতি দেয় ?
[A] ৩৬০ তম
[B] ৩৬৮ তম
[C] ৩৯০ তম
[D] ২৪৮ তম
ANS :
5 ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারার বিষয়বস্তু হল
[A] সাম্যের অধিকার
[B] ধর্মীয় স্বাধীনতার অধিকার
[C] শোষণের বিরুদ্ধে অধিকার
[D] স্বাধীনতার অধিকার
ANS :
6 কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের ২২তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় ?
[A] ১৯৬৬
[B] ১৯৭০
[C] ১৯৭৫
[D] ১৯৮৩
ANS :
7 সংবিধানের খসড়া কমিটির সদস্যর সংখ্যা চেয়ারম্যান সহ কতজন ছিল ?
[A] ৭
[B] ৫
[C] ৯
[D] ১৩
ANS :
8 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১১তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল ?
[A] ৪২ তম সংবিধান সংশোধনী
[B] ৪৩ তম সংবিধান সংশোধনী
[C] ৮৬ তম সংবিধান সংশোধনী
[D] ৮৯ তম সংবিধান সংশোধনী
ANS :
9 কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দেন করে যে ‘ভারতীয় সংবিধানের মূল কাঠামোর পরিবর্তন করা যাবে না’ ?
[A] গোলকচাঁদ মামলা
[B] কেশবানন্দ ভারতী মামলা
[C] এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা
[D] মিনার্ভা অয়েল মিল মামলা
ANS :
10 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল সংবিধানের প্রস্তাবনা ?
[A] ২৪ তম
[B] ৪৪ তম
[C] ৪২ তম
[D] ৬১ তম
ANS :