Questions Answers, Quiz, general knowledge on Indian Geography for competitive exam and interview. Includes wide range of GK and General Knowledge on Indian Geography which are frequestly asked in WBCS, PSC, SSC, RRB, Police Exam Interview
Indian Geography Questions And Answers Practice For Competitive Exams Part 53 |
1 চাঁদে একটানা কত দিন রাত্রি চলে ?
[A] 15 দিন
[B] 20 দিন
[C] 22 দিন
[D] 23 দিন
ANS :
2 ইউরেসিয়ার উত্তরের সরলবর্গীয় অরন্য কি নামে পরিচিত ?
[A] তৈগা
[B] তুন্দ্রা
[C] সরলবর্গীয়
[D] পাইন বন
ANS :
3 ভারতে মোট রিজার্ভ বায়স্ফিয়ার এর সংখ্যা কত ?
[A] 5 টি
[B] 9 টি
[C] 13 টি
[D] 17 টি
ANS :
4 কোন ধরনের মেঘ থেকে সবথেকে বেশি বৃষ্টি হয় ?
[A] সিরাস
[B] স্ট্রাটাস
[C] আল্টোস্ট্রাটাস
[D] কিউমুলোনিম্বাস
ANS :
5 কোন গ্রহের 97% CO2 পরিপূর্ণ ?
[A] বুধ
[B] মঙ্গল
[C] শুক্র
[D] শনি
ANS :
6 পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মান কারখানা কোথায় আছে ?
[A] ওসাকা
[B] সাংহাই
[C] ডেট্রয়েট
[D] লন্ডন
ANS :
7 সিল কি ধরনের আকৃতির অগ্নেও উদ্ভেদ ?
[A] চ্যাপ্টা আকৃতির
[B] চামচের মত
[C] লেন্স আকৃতির
[D] লম্ব আকৃতির
ANS :
8 ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাগার কোথায় অবস্থিত ?
[A] ভারুচ
[B] কয়ালি
[C] জামনগর
[D] কচ্ছ
ANS :
9 কত তারিখে উভয় গোলার্ধে দিন রাত্রি সমান হয় ?
[A] ২১ জুন ও ২২ ডিসেম্বর
[B] ২১ জুলাই ও ২২ ডিসেম্বর
[C] ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
[D] ৩ জানুয়ারী ও 20 সেপ্টেম্বর
ANS :
10 জীবাশ্ম শাস্ত্র কি নামে পরিচিত
[A] আর্কিওলজি
[B] কসমোলজি
[C] প্যালিএন্টলজি
[D] ফেনলজি
ANS :