Daily Latest Current Affairs 2020 about Bangla. Crisp news summaries and articles on current events about Bangla for IBPS, Banking, UPSC, Civil services.
Daily Current Affairs in Bengali 2020 Part 6 | কারেন্ট অ্যাফেয়ার্স |
1 সম্প্রতি ICMR কোন কোম্পানির সাথে মিলে সম্পূর্ণ দেশীয় ভাবে ভ্যাকসিন তৈরীর কথা ঘোষণা করেছে ?
[A] সিপলা
[B] ভারত বায়োটেক
[C] বায়োকন
[D] কোনটিই নয়
ANS :
2 আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস প্রতিবছর কোন দিনটা পালন করা হয় ?
[A] মে ২০
[B] মে ২১
[C] মে ২২
[D] মে ২৩
ANS :
3 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
[A] মে ৯
[B] মে ৮
[C] মে ৬
[D] মে ১০
ANS :
4 Vijyant at Kargil: The Life of a Kargil Hero – বইটি লিখেছেন ?
[A] বিক্রম শেঠ
[B] অমিতাভ ঘোষ
[C] অরুণ কুমার
[D] ভি এন থাপার
ANS :
5 কোন সংস্থা দ্বারা পরীক্ষামূলক ভাবে Collab নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ?
[A] ফেসবুক
[B] ইন্সটাগ্রাম
[C] টুইটার
[D] অ্যামাজন
ANS :
6 কোন রাজ্য ১৬ই মে তার রাজ্য দিবস পালন করে ?
[A] নাগাল্যান্ড
[B] মণিপুর
[C] মিজোরাম
[D] সিকিম
ANS :
7 সম্প্রতি কবে “কমনওয়েলথ দিবস” পালন করা হল ?
[A] ২১ মে
[B] ২২ মে
[C] ২৩ মে
[D] ২৪ মে
ANS :
8 সম্প্রতি কোন দেশ জিংয়ুং-২০১ এবং জিংয়ুং-২ ০২ নামে দুটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ?
[A] জাপান
[B] রাশিয়া
[C] চীন
[D] বাংলাদেশ
ANS :
9 নেটিজেনদের যাচাই না করা ভিডিও ফরোয়ার্ডিং বন্ধ করার আহ্বান জানিয়ে কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সম্প্রতি ‘মত কর ফরওয়ার্ড’ ক্যাম্পেইন শুরু করেছে ?
[A] Likee
[B] TikTok
[C] WhatsApp
[D] YouTube
ANS :
10 কেন্দ্র সরকার বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে প্রয়াত ব্যক্তির পরিবারকে কত ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে ?
[A] ৫০,০০০ টাকা
[B] ১ লক্ষ টাকা
[C] ১.৫ লক্ষ টাকা
[D] ২ লক্ষ টাকা
ANS :