For all the competitive examination Geography | ভুগোল | জিওগ্রাফি plays an important role as the
questions from this subject are frequently asked. So, Practice all these Multiple Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
questions from this subject are frequently asked. So, Practice all these Multiple Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
SLST WBCS ভূগোল | জিওগ্রাফি | GEOGRAPHY ONLINE MOCK TEST IN BENGALI |
1 || দামোদর নদীর উত্পত্তি কোথায় ?
[A] রাজমহল
[B] হিমালয়া
[C] ছোটনাগপুর মালভূমি
[D] পূর্বঘাট
ANS :
ছোটনাগপুর মালভূমি
2 || ইউনিভার্স নিয়ে পড়াশুনা কে বলে ?
[A] ষ্টারলজি
[B] গ্যালাক্সলজি
[C] ইউনিভার্সোলজি
[D] কসমোলজি
ANS :
কসমোলজি
3 || TISCO কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?
[A] 1912 সালে জামসেদপুরে
[B] 1907 সালে জামসেদপুরে
[C] 1870 সালে জামসেদপুরে
[D] 1921 সালে জামসেদপুরে
ANS :
1907 সালে জামসেদপুরে
4 || চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাড়িয়ে কথা বললে একে অন্যের কথা ?
[A] স্বাভাবিক ভাবেই শুনবে
[B] আসতে শুনবে
[C] জোরে শুনবে
[D] শুনতে পাবেনা
ANS :
শুনতে পাবেনা
5 || প্রতি 1 ডিগ্রী দার্ঘিমাতে সময় এর পার্থক্য হয় ?
[A] 4 সেকেন্ড
[B] 4 মিনিট
[C] 2 মিনিট
[D] 2 সেকেন্ড
ANS :
4 মিনিট
6 || কোন নদীর উপর মেটুর বাঁধ নির্মিত হয়েছে ?
[A] তুন্গাভদ্রা
[B] কাবেরী
[C] কৃষ্ণা
[D] নর্মদা
ANS :
কাবেরী
7 || নিম্ন লিখিত কোন বৈশিষ্ট ভারতের কৃষি ক্ষেত্রে দেখা যায় ?
[A] ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা
[B] সমবায় কৃষিজোত্
[C] ক্ষুদ্রায়তন কৃষি জমি
[D] সম্পূর্ণ বানিজ্যিক প্রয়োজন নির্ভর কৃষি
ANS :
ক্ষুদ্রায়তন কৃষি জমি
8 || কোন রাজ্যে ইংরাজি একমাত্র সরকারী স্বীকৃত ভাষা ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] মনিপুর
[C] তামিলনারু
[D] মিজোরাম
ANS :
মিজোরাম
9 || প্রাচ্যের ভেনিস কাকে বলে ?
[A] বারানসী
[B] আলেপ্পি
[C] কোচি
[D] ভোপাল
ANS :
আলেপ্পি
10 || চীনা বাদাম উত্পাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] রাজস্থান
[D] কর্নাটক
ANS :
গুজরাট