For all the competitive examination History plays an important role as the questions from this subject are frequently asked. So, Practice all these Multiple Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
SLST WBCS History MCQ Question and Answer in Bengali Part 59 |
1 || 'এইটটিন ফিফটি সেভেন ' বই টির রচয়িতা কে ?
[A] পি সি মজুমদার
[B] আর কে গুপ্তা
[C] আর সি মজুমদার
[D] এস এন সেন
ANS :
এস এন সেন
2 || দসমিক প্রথা প্রথম কোন দেশে চালু হয় ?
[A] আমেরিকা
[B] ভারত
[C] গ্রীস
[D] ইতালি
ANS :
গ্রীস
3 || দিল্লি তে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?
[A] রিজিয়া
[B] কুতুবুদ্দিন আইবক
[C] ইলতুত মিস
[D] গিয়াস উদ্দিন বলবন
ANS :
কুতুবুদ্দিন আইবক
4 || নিচের কোনটি ভারতে ইংরাজি শিক্ষার ম্যাগনা কার্ট| রূপে পরিচিত ?
[A] চার্টার অ্যাক্ট
[B] এডুকেসনাল ডেসপ্যাচ
[C] এডুকেসনাল প্রতিবেদন
[D] ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট
ANS :
এডুকেসনাল ডেসপ্যাচ
5 || সংসদে যুগ্ম অধিবেসনে সভাপতিত্ব করেন কে ?
[A] প্রধান মন্ত্রী
[B] লোকসভার অধ্যক্ষ
[C] রাষ্ট্রপতি
[D] রাজ্যসভার অধ্যক্ষ
ANS :
লোকসভার অধ্যক্ষ
6 || লর্ড আর উইন এর পর কে ভারতের ভাইসরয় হন ?
[A] লর্ড ডালহৌসি
[B] লড কার্জন
[C] লর্ড উইলিং টন
[D] লর্ড লিনলিথগো
ANS :
লর্ড উইলিং টন
7 || শেরশাহের সমাধি কোথায় রয়েছে ?
[A] সাসারাম
[B] অগ্রা
[C] পাঞ্জাব
[D] দিল্লি
ANS :
সাসারাম
8 || অর্থ কমিসন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় ?
[A] চার বছর অন্তর
[B] এক বছর অন্তর
[C] পাঁচ বছর অন্তর
[D] দুই বছর অন্তর
ANS :
পাঁচ বছর অন্তর
9 || ' দাম ' কি ?
[A] আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
[B] শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
[C] শাহজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
[D] ঔরাঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
ANS :
শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
10 || আলিপুর বোমা মামলায় নিচের কে জড়িত ছিলেন ?
[A] যতীন দাস
[B] অরবিন্দ ঘোষ
[C] রাসবিহারী বসু
[D] বাদল দাস
ANS :
অরবিন্দ ঘোষ