1000+ General Science MCQ Question And Answer Part 18 || সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পার্ট 18 |
1 || ধোলাই করার সোডার চলিত নাম কি ?
[A] ক্যালসিয়াম কার্বনেট
[B] সোডিয়াম কার্বনেট
[C] ক্যালসিয়াম বাই কার্বনেট
[D] কোনোটাই নয়
ANS :
সোডিয়াম কার্বনেট
2 || অ্যাকোয়া ফর্টিস কথার অর্থ কি ?
[A] শক্তিশালী দ্রাব্য
[B] শক্তিশালী দ্রবণ
[C] শক্তিশালী দ্রাবক
[D] শক্তিশালী জল
ANS :
শক্তিশালী জল
3 || একটি চুল্লির উপর হাত রাখলে তাপ পাওয়া যায় ?
[A] পরিবহন দ্বারা
[B] কিছুটা পরিচলন ও কিছুটা বিকিরণ দ্বারা
[C] পরিচলন দ্বারা
[D] বিকিরণ দ্বারা
ANS :
কিছুটা পরিচলন ও কিছুটা বিকিরণ দ্বারা
4 || ব্লটিং পেপার কেন কালি শোষণ করে ?
[A] কৈশিক পক্রিয়ার ফলে
[B] কালিতে দ্রাব্য থাকার জন্য
[C] সান্দ্রতার জন্য
[D] কালিতে দ্রাবক থাকার জন্য
ANS :
কৈশিক পক্রিয়ার ফলে
5 || আলোকবর্ষ নিম্নলিখিত রাশির একক ?
[A] সময়
[B] শক্তি
[C] আলোর গতি
[D] দূরত্ব
ANS :
সময়
6 || একটি সেকেন্ড দোলোককে চাঁদে নিয়ে গেলে সেটি ?
[A] ফাস্ট হবে
[B] স্লো হবে
[C] ঠিক সময় দেবে
[D] দুলবে না
ANS :
স্লো হবে
7 || আলোক তরীত সূত্রের আবিস্কারক ?
[A] মরলিং
[B] আইনস্টাইন
[C] ফ্যারাডে
[D] এডিসন
ANS :
আইনস্টাইন
8 || সবচেয়ে নমনীয় ধাতু টি হলো ?
[A] লোহা
[B] সোনা
[C] তামা
[D] নিকেল
ANS :
সোনা
9 || কোনটিকে বরধাতু বলে ?
[A] সোনা ও তামা
[B] সোনা ও প্লাটিনাম
[C] সোনা ও টাংস্টেন
[D] প্লাটিনাম ও টাংস্টেন
ANS :
সোনা ও প্লাটিনাম
10 || জিনচার্দ স্পিরিট নামে নিচের কোনটি পরিচিত ?
[A] রেকটিফায়েড স্পিরিট
[B] স্পিরিট
[C] মেথিলেটেড স্পিরিট
[D] কোনোটাই নয়
ANS :
মেথিলেটেড স্পিরিট