For all the competitive examination History plays an important role as the
questions from this subject are frequently asked. So, Practice all these Multiple
Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
questions from this subject are frequently asked. So, Practice all these Multiple
Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and other similar competitive exams
1000+ Questions & Answers on Indian History for SLST WBCS Part 50 |
1 || গান্ধী আরউইন চুক্তিতে স্বাক্ষরের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন ?
[A] মদনমোহন মালব্য
[B] মতিলাল নেহেরু
[C] চিন্তামণি
[D] জয়াকার ও তেজবাহাদুর সাপ্রু
ANS :
জয়াকার ও তেজবাহাদুর সাপ্রু
2 || বঙ্গভঙ্গ কার্যকর করার দিন কলকাতায় অনুষ্ঠিত মহতি প্রতিবাদ সভায়
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিচের যে গানটি রচনা করেছিলেন সেটি হল ?
[A] আমার সোনার বাংলা
[B] বাংলার মাটি বাংলার জল
[C] যদি তোর ডাক শুনে কেউ না আসে
[D] কোনোটিই নয়
ANS :
বাংলার মাটি বাংলার জল
3 || ফরাসি বিপ্লব প্রসূত সাম্য, মৈত্রী, স্বাধীনতা কে নিচের কোন সংবাদপত্রটি তার আদর্শ হিসেবে গ্রহণ করে ?
[A] কৃষ্ণকুমার মিত্র এর সঞ্জীবনী
[B] নবগোপাল মিত্রের ন্যাশনাল পেপার
[C] তিলকের কেশরী পত্রিকা
[D] বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন
ANS :
কৃষ্ণকুমার মিত্র এর সঞ্জীবনী
4 || কোন আইনের মাধ্যমে বিলাতে হাই কমিশনার পদ তৈরি করা হয় , এবং তার
হাতে ভারত শাসন কাজের কিছু দায়িত্ব হস্তান্তর করা হয় ?
[A] মন্টেগু-চেমসফোর্ড আইন 1919
[B] 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট
[C] 1909 মরলে মিন্টো আইন
[D] কোনটাই নয়
ANS :
মন্টেগু-চেমসফোর্ড আইন 1919
5 || নিচের আইন গুলির মধ্যে কোনগুলি 1856 সালে ব্রিটিশ সরকার পাস করেছিল সতীদাহ প্রথা ?
[A] হিন্দু বিধবা বিবাহ আইন ধর্মীয় বিকাশত্ত্ব আইন জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট আইন
[B] সতীদাহ প্রথা ,এনলিস্টমেন্ট আইন
[C] হিন্দু বিধবা বিবাহ , আইন ধর্মীয় বিকাশত্ত্ব আইন ,জেনারেল সার্ভিস ,সতীদাহ প্রথা
[D] হিন্দু বিধবা বিবাহ , সতীদাহ প্রথা
ANS :
হিন্দু বিধবা বিবাহ আইন, ধর্মীয় বিকাশত্ত্ব আইন ,জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট আইন
6 || নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত নিচের কোন দুজন ?
[A] অশ্বিনীকুমার দত্ত, বিপিন চন্দ্র পাল
[B] অরবিন্দ ঘোষ , ব্রহ্মবান্ধব উপাধ্যায়
[C] বালগঙ্গাধর তিলক , ফিরোজ শাহ মেহতা
[D] দিগম্বর বিশ্বাস ,বিষ্ণুচরন বিশ্বাস
ANS :
দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস
7 || কোন শিখ গুরু সমস্ত সিকদের সিংহ পদবী গ্রহণের নির্দেশ দিয়েছিলেন ?
[A] গুরু অর্জুন
[B] গুরু হরগোবিন্দ
[C] গুরু রামদাস
[D] গুরু গোবিন্দ
ANS :
গুরু গোবিন্দ
8 || পাঞ্জাব তে অবস্থিত দয়াল সিং ট্রাস্ট নিচের কোন সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ?
[A] বেদ সমাজ
[B] আর্য সমাজ
[C] প্রার্থনা সমাজ
[D] ব্রাহ্মসমাজ
ANS :
ব্রাহ্মসমাজ
9 || হিন্দু মহাসভার প্রকৃত সূচনা নিচের কোন অধিবেশনের মাধ্যমে হয় ?
[A] 1924 সালে বেলগাঁও অধিবেশন
[B] 1911 সালের অমৃতসর অধিবেশন
[C] 1918 সালের দিল্লি অধিবেশন
[D] কোনটাই নয়
ANS :
1918 সালের দিল্লি অধিবেশন
10 || শিবাজী প্রথম কত খ্রিস্টাব্দে সুরাট লুণ্ঠন করেন ?
[A] 1644 খ্রিস্টাব্দে
[B] 1646 খ্রিস্টাব্দে
[C] 1645 খ্রিস্টাব্দে
[D] 1670 খিস্টাব্দে
ANS :
1644 খ্রিস্টাব্দে