For all the competitive examination History plays an important role as the
questions from this subject are frequently asked. So, Practice all these Multiple
Choice Questions and Answers to prepare for the exams like IAS, State PSC, SSC , WBCS and
other similar competitive exams
MCQ on Indian History for WBCS/SSC/Misc Competetive Exams Part 53 |
1 || কুর্মী ক্ষত্রিয় সভা প্রতিষ্ঠার সঙ্গে কার নাম জড়িত ?
[A] দুর্গা পাল সিং
[B] বাবা রামচন্দ্র
[C] গৌরীশংকর মিশ্র
[D] ইন্দ্র নারায়ণ ত্রিবেদী
ANS :
বাবা রামচন্দ্র
2 || নিচের কে প্রথম অর্থনৈতিক প্রশাসনের বিকেন্দ্রীকরণের পথে হেঁটেছিলেন ?
[A] রিপন
[B] লিটন
[C] মায়ো
[D] কার্জন
ANS :
মায়ো
3 || কে ঘোষণা করেছিলেন : যদি আমাদের বিগত নীতির সঙ্গে বর্তমান নীতি র
তুলনা করা যায়, তাহলে বলা যায় যে পাঞ্জাব দখল আমাদের কাছে সর্বাপেক্ষা
গুরুত্বপূর্ণ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে: ?
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড হিউগো
[C] স্যার জন লরেন্স
[D] লর্ড এডগার অ্যালেন
ANS :
লর্ড ডালহৌসি
4 || খাজনা আইন কমিশন কোন গভর্নর জেনারেল নিয়োগ করেন ?
[A] লর্ড রিপন
[B] লড অকল্যান্ড
[C] লর্ড মেয়ো
[D] লর্ড লিটন
ANS :
লর্ড রিপন
5 || স্বদেশী আন্দোলন কালে ভারতীয় সংগীত সমাজ স্থাপন এর সঙ্গে নাটোরের
মহারাজার সঙ্গে অপর যে ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন ?
[A] যতীন্দ্রমোহন ঠাকুর
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] যতীন্দ্র মোহন দাস
[D] হরপ্রসাদ শাসমল
ANS :
যতীন্দ্রমোহন ঠাকুর
6 || ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন ?
[A] লর্ড মরলে
[B] লরেল কিং
[C] লর্ড ক্রস
[D] লর্ড হ্যামিলটন
ANS :
লর্ড ক্রস
7 || সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর 1939 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে হন ?
[A] মৌলানা আবুল কালাম আজাদ
[B] রাজেন্দ্র প্রসাদ
[C] জহরলাল নেহেরু
[D] গান্ধীজী
ANS :
রাজেন্দ্র প্রসাদ
8 || ব্রিটিশ সরকার অযোধ্যা খাজনা আইন কত সালে প্রবর্তন করেন ?
[A] 1866 খ্রিস্টাব্দে
[B] 1867 খ্রিস্টাব্দে
[C] 1868 খ্রিস্টাব্দে
[D] 1869 খ্রিস্টাব্দে
ANS :
1868 খ্রিস্টাব্দে
9 || 1941 সালে ভারতীয় স্বাধীনতা লীগ কার দ্বারা প্রতিষ্ঠিত হয় ?
[A] বাবা ওসমান খান
[B] রাজবিহারী বসু
[C] বাবা অমর সিং
[D] সত্যানন্দ পুরি
ANS :
বাবা অমর সিং
10 || রাওলাট আইন কার সাথে যুক্ত ?
[A] লর্ড মিন্টো
[B] লর্ড চেমসফোর্ড
[C] লর্ড কার্জন
[D] লর্ড ল্যান্সডাউন
ANS :
লর্ড চেমসফোর্ড