General Knowledge || জেনারেল নলেজ || G.K প্রশ্ন ও উত্তরের এর ভান্ডার পাবেন আমাদের এই বিভাগে। বিভিন্ন পরীক্ষার উপোযোগী দরকারী প্রশ্ন ও উত্তর গুলি এখানে পেয়ে যাবেন , পড়ুন ও মকটেস্ট দিন এবং নিজের প্রস্তুতি নিজেই যাচাই করুন
জেনারেল নলেজ || General Knowledge || G.K MCQ Question and Answer Part 11 |
1 || বিশ্বের একমাত্র কোথায় পারিজাত ফুল দেখা যায় ?
[A] মনিপুর
[B] নাগাল্যান্ড
[C] ত্রিপুরা
[D] কাশ্মীর
ANS :
মনিপুর
2 || কোন ধাতুটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় ?
[A] Li
[B] C
[C] Cs
[D] Al
ANS :
Al
3 || জিরো ডিস্ট্রিক্ট চুক্তিটি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ?
[A] সেনাবাহিনী
[B] স্বাস্থ্য
[C] ডাক বিভাগ
[D] রেল
ANS :
সেনাবাহিনী
4 || "নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া" নামে কে পরিচিত ?
[A] লক্ষ্মীবাঈ
[B] লতা মঙ্গেশকর
[C] সরোজিনী নাইডু
[D] অরুনা আশরাফ আলী
ANS :
সরোজিনী নাইডু
5 || জরায়ুর শল্যচিকিৎসা পরিচিত কি নামে ?
[A] সিস্টকপি
[B] ভ্যাসেকটমি
[C] হিস্টেরেকটমি
[D] হাইপথার্মিয়া
ANS :
হিস্টেরেকটমি
6 || ভিটামিন ডি আবিষ্কার করেছিলেন কে ?
[A] হ্যান্ডস বার্জার
[B] ম্যাককুলাম
[C] পল মুলা র
[D] বান্টি
ANS :
ম্যাককুলাম
7 || পশ্চিমবঙ্গের প্রথম বিচার ও আইন মন্ত্রী কে ছিলেন ?
[A] প্রফুল্ল ঘোষ
[B] কালিদাস মুখার্জি
[C] যোগেন্দ্রনাথ মণ্ডল
[D] হেমচন্দ্র নস্কর
ANS :
যোগেন্দ্রনাথ মণ্ডল
8 || 2011 সালের জনগণনা অনুযায়ী হরিয়ানার লিঙ্গ অনুপাত হল ?
[A] 874
[B] 875
[C] 876
[D] 877
ANS :
877
9 || সবচেয়ে বেশি বিক্রিয়া শীল কঠিন পদার্থ হল ?
[A] Li
[B] C
[C] Cs
[D] Al
ANS :
Li
10 || ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
[A] ডক্টর জাকির হোসেন
[B] ভি ভি গীরি
[C] কালিদাস মুখার্জি
[D] কে আর নারায়ণ
ANS :
ভি ভি গীরি