General Knowledge || জেনারেল নলেজ || G.K প্রশ্ন ও উত্তরের এর ভান্ডার পাবেন আমাদের এই বিভাগে। বিভিন্ন পরীক্ষার উপোযোগী দরকারী প্রশ্ন ও উত্তর গুলি এখানে পেয়ে যাবেন , পড়ুন ও মকটেস্ট দিন এবং নিজের প্রস্তুতি নিজেই যাচাই করুন
2500+ Basic General Knowledge MCQ Question and Answer in bengali PART 14 |
1 || পানীয় জলের অনুমোদিত আর্সেনিকের মাত্রা কত ?
[A] 0.00015 মিলিগ্রাম / লিটার
[B] 0.025 মিলিগ্রাম /লিটার
[C] 0.0015 মিলিগ্রাম /লিটার
[D] 0.05 মিলিগ্রাম /লিটার
ANS :
0.05 মিলিগ্রাম /লিটার
2 || ডায়রিয়ার রোগটি কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় ?
[A] যকৃত
[B] ক্ষুদ্রান্ত্র
[C] কিডনি
[D] ফুসফুস
ANS :
ক্ষুদ্রান্ত্র
3 || নাটুয়া কোন রাজ্যের নৃত্য ?
[A] বিহার
[B] অসম
[C] ত্রিপুরা
[D] মনিপুর
ANS :
বিহার
4 || আন্তিগোনে নাটকটির রচয়িতা হলেন ?
[A] পিরানদেল্লো
[B] সফোক্লেস
[C] শেক্সপিয়র
[D] চেকব
ANS :
সফোক্লেস
5 || মাল্লি মাস্তান বাবু কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?
[A] সংগীত
[B] পর্বতাহোরণ
[C] ফুটবল
[D] কবাডি
ANS :
পর্বতাহোরণ
6 || ট্যানিন ও মুদ্রণ শিল্পে কোন এসিড ব্যবহৃত হয় ?
[A] হাইড্রোক্লোরিক অ্যাসিড
[B] নাইট্রিক অ্যাসিড
[C] কার্বলিক অ্যাসিড
[D] সালফিউরিক অ্যাসিড
ANS :
হাইড্রোক্লোরিক অ্যাসিড
7 || পুরাতত্ত্বের অধ্যায়ন হলো ?
[A] ইথলজি
[B] আর্কিওলজি
[C] প্যালেনটলজি
[D] ইডাফোলজি
ANS :
আর্কিওলজি
8 || ফেসবুকে র বর্তমান সিইও হল ?
[A] সুন্দর পিচাই
[B] মার্ক জুকারবার্গ
[C] রে তামলি
[D] সত্য নাদেলা
ANS :
মার্ক জুকারবার্গ
9 || নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ ?
[A] স্পঞ্জ
[B] আরশোলা
[C] চিংড়ি
[D] হাইড্রা
ANS :
হাইড্রা
10 || ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি কোথায় অবস্থিত ?
[A] নয়াদিল্লি
[B] মুম্বাই
[C] নাভি মুম্বাই
[D] চেন্নাই
ANS :
নয়াদিল্লি